Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রাজশাহী ধর্মপ্রদেশের রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থ স্থানে নতুন গ্রটো উদ্বোধন
গত ১৬ আগষ্ট ২০২১ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থ স্থানের নতুন গ্রটো উদ্বোধন ও পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।
মা মারীয়ার স্বর্গোন্নয়ন পর্ব ও গ্রটো উদ্বোধন উপলক্ষে খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল রোজারিও।
পবিত্র খ্রিস্টযাগের উপদেশে ফাদার ইম্মানুয়েল বলেন, “দীর্ঘ ৫০ বছর ধরে এই ধর্মপল্লীকে রক্ষাকারিণী মা মারীয়া বিভিন্ন বিপদ-আপদ হতে রক্ষা করে আসছেন ও ভবিষ্যতেও রক্ষা করবেন। তাই, আজ মা মারীয়া কাছে কৃতজ্ঞতা ভরা হৃদয়ে প্রার্থনা করি, যেন তিনি আমাদের সর্বদা রক্ষা করেন ও নিরাপদে রাখেন।”
খ্রিস্টযাগের পর পরই অনুষ্ঠিত হয় রক্ষা কারিণী মা মারীয়ার তীর্থ স্থানের নির্মিত নতুন গ্রটোর উদ্বোধন পর্ব। এই পর্বে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের মাননীয় এম. পি. মোঃ আলহা্জ্ব ওমর ফারুক চৌধুরী ও তাঁর সফর সঙ্গীগণ। উক্ত অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন মারীয়া সংঘ, ওয়াই. সি.এস. এম, সাধু আন্তনী ব্লক ও স্থানীয় খ্রিস্টভক্তবৃন্দ।
শ্রদ্ধেয় ফাদার আরতুরো স্পেজিয়ালে, পিমে উদ্বোধনী প্রার্থনা পরিচালনা করেন এবং ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল গ্রটো আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর মাননীয় এম.পি.মোঃ আলহা্জ্ব ওমর ফারুক চৌধুরী এবং ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও ফিতা কাটার মাধ্যমে রক্ষা কারিণী মা মারীয়ার তীর্থ স্থানের নতুন গ্রটো শুভ উদ্বোধন করেন।
তারপর স্মৃতি ফলক উন্মোচন করেন মাননীয় এম.পি. মোঃ আলহা্জ্ব ওমর ফারুক চৌধুরী, ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল রোজারিও, ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে, এবং পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরের প্রীতি ভোজের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সমাপ্ত হয়।- ফাদার বাবলু কোড়াইয়া
Add new comment