Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রাজশাহী ধর্মপ্রদেশের ফৈলজানা ধর্মপল্লীতে ভেলেংকানি মারীয়ার পর্ব উদযাপন
রাজশাহী ধর্মপ্রদেশের ফৈলজানা ধর্মপল্লীতে ভেলেংকানি মারীয়ার পর্ব উদযাপন করা হয়। এ পর্ব উপলক্ষ্যে আধ্যাত্মিক প্রস্তুতি স্বরূপ ৯ দিনব্যাপী নভেনা প্রার্থনা করা হয়।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি এবং উপদেশ-বাণী রাখেন সহকারী পাল-পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি।
উপদেশে ফাদার বিকাশ বলেন, “মা মারীয়া বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তিকে দেখা দিয়ে এবং অনেক আশ্চর্য কাজ করে প্রকাশ করেছেন যে, তিনি তাঁর সন্তান হিসেবে আমাদের কত ভালবাসেন এবং তিনি আমাদের কত মঙ্গল চান”।
তিনি আরো বলেন, “ভেলেংকানি মা মারীয়া আমাদের পার্শবর্তী দেশ ভারতের তামিলনাডুর ভেলেংকানি নামক স্থানে ৩টি আশ্চর্য কাজ করে প্রকাশ করেছেন যে, আমাদের এ উপমহাদেশের জন্যও তিনি সমান অনুগ্রহ দেখান। তাই, আমরা ভেলেংকানি মা মারীয়ার কাছে প্রার্থনা জানালে তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে নিবেদন করবেন।”
উল্লেখ্য, ফৈলজানা ধর্মপল্লীর নবনির্মিত গ্রটোটি ভেলেংকানি মারীয়ার নামে প্রতিষ্ঠিত। তাই আড়ম্বরে এ পর্ব উদযাপন করতে ফৈলজানা ধর্মপল্লীর মারীয়া সেনাসংঘের সদস্যাগণ সার্বিকভাবে সহযোগিতা করেন।
এদিন খ্রিস্টযাগের পর তাঁরা মা মারীয়ার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন এবং পরস্পরের সাথে সহভাগিতা করেন। খ্রিস্টযাগের শেষে পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি সকলের ভক্তিপূর্ণ ও সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে সকল খ্রিস্টভক্তদের মধ্যে আর্শীবাদিত বিস্কুট বিতরণ করা হয়।- ফাদার বিকাশ কুজুর, সিএসসি
Add new comment