রাজশাহী ধর্মপ্রদেশের প্রভূ নিবেদন ধর্মপল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন

প্রভূ নিবেদন ধর্মপল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন

গত ২৫-২৭ জুন ২০২১ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের সুরশুনীপাড়া প্রভূ নিবেদন ধর্মপল্লীতে বিভিন্ন গ্রাম থেকে আগত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল দিবস।

“শিশুর মতো সরল যারা ঐশরাজ্য যে তাদেরই” এই মূলসুরের উপর ভিত্তি করে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রায় ১৭৪ জন শিশু ও ৩২ জন এনিমেটর নিয়ে এই শিশুমঙ্গল দিবস পালন করা হয়।  

ফাদার প্রেমু রোজারিও মূলসুরের উপর সহভাগিতায় শিশুদের বিষয়ে বলেন, “শিশুরা যীশুর অতি আপনজন। শিশুরা নির্মল ও পবিত্র। তারা আমাদের ভবিষ্যৎ। তাই শিশুদের যত্ন ও সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের মানুষের মতো মানুষরূপে গড়ে তুলতে পারলে তারা পরিবার, সমাজ, মণ্ডলী ও দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে।”

ফাদার আরো বলেন, “আমাদের বড়দের জন্য একটি শিক্ষা হল আমরা যেন শিশুদের মতো সহজ -সরল মনের মানুষ হই, তাহলেই আমরা ঐশরাজের অধিকারী হতে পারবো।”

ফাদার টিটু ডেভিড গমেজ শিশুদের উদ্দেশ্য বলেন, “শিশুরাই হল আগামী দিনের কর্ণধার। প্রত্যেক শিশুর মন পবিত্র, সহজ, সরল। তাদেরকে ছোট বেলা থেকে যেভাবে গড়ে তোলা হবে তারা সেভাবেই গড়ে উঠবে, এমিমেটর ও অভিবাভকদের প্রতি আহ্বান  শিশুদের প্রতি যেন আমরা আরও যত্নশীল হই, ভালবাসা, স্নেহ, নৈতিক ও মূল্যবোধের শিক্ষায় গড়ে তুলি।”

অন্যদিকে শিশু এমিমেটর মিসেস সিলভিয়া বলেন, “শিশুদের সাথে কাজ করতে গিয়ে আমিও অনেক কিছু শিখছি। তারা কিভাবে পরস্পরের প্রতি ভালবাসা দেখায় ও সাহায্য করে। আমি শিশুদের গঠন দানের এই কাজে অনেক আনন্দও পাই কারণ তারা সবসময়ই আনন্দ প্রিয়।”

এই অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলা, চিত্রাঙ্কন ও বাইবেল কুইজ এর আয়োজন করা হয়।  শিশুদের সক্রিয় অংশগ্রহণে প্রতিযোগিতা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে সেমিনারটি হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এরপরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং শিশু এনিমেটরসহ সবাইকে সান্তনা পুরষ্কার প্রদান করা হয়। ফাদার প্রদীপ কস্তা সকল শিশুকে এই সেমিনারে অংশগ্রহণের জন্য এবং এনিমেটরদের সুন্দর সেবামূলক এই কাজের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।- ফাদার সুরেশ পিউরী

Add new comment

12 + 4 =