Tuesday, February 02, 2021
গত ২৯ জানুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ, কলিমনগর ধর্মপল্লীতে পবিত্র পরিবারের পর্ব উৎসব উদযাপন করা হল। সকাল ৮:৩০ মিনিটে শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রীষ্টযাগ শুরু হয়।
পবিত্র খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও ১২ জন যাজক ১১ জন সিস্টার ও প্রায় ৩০০ খ্রীষ্টভক্ত খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন।
বিশপ মহোদয় তার উপদেশ বলেন, “আজ আমরা পুণ্য পরিবারের পর্ব পালন করছি। যীশু মারিয়া যোসেফের পবিত্র পরিারের আদর্শ অনুসরণ করে আমরা যেন প্রত্যেকটি পরিবার গড়ে তুলি সেই প্রেরণা ঈশ্বর আমাদেরকে আজকে দান করছেন। তাই প্রার্থনা করি যেন ঈশ্বরের কৃপা আর্শিবাদে আমরা সত্যিকারভাবে একটি পবিত্র ও আদর্শ পরিবার গড়ে তুলতে পারি।”
কলিমনগর ধর্মপল্লীর একজন খ্রীষ্টভক্ত বলেন, “আজকের এই পর্ব উদযাপন করতে পেরে আমি খুবই আনন্দিত। আজকে মায়ের কাছে বিশেষ আশির্বাদ চাই যেন আমার পরিবারকে একটি পবিত্র ও আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে পারি।”
পবিত্র খ্রীষ্টযাগের পর পবিত্র পরিবারের প্রতিকৃতিতে বিশপ মহোদয় ও ফাদারগণ ফুল নিবেদন করেন এবং পরে খ্রীষ্টভক্তগণও পবিত্র পরিবারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আশির্বাদ গ্রহণ করেন।
এরপর শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার ইম্মানুয়েল কে. রোাজারিও সকলকে পর্বীয় খ্রীষ্টযাগে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।- ফাদার সুরেশ পিউরীফেকেশন
Add new comment