রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে উদযাপিত হল যাজকীয় জীবনের রজত জয়ন্তী উৎসব

ফাদার জ্যোতি ফ্রান্সিস কস্তা’র যাজকীয় জীবনের রজত জয়ন্তী উদযাপন

ঢাকার রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে ফাদার জ্যোতি ফ্রান্সিস কস্তা’র যাজকীয় জীবনের রজত জয়ন্তী উদযাপন করা হলো।

রজত জয়ন্তী পালনকারী ফাদারদের গীর্জার প্রবেশদ্বার থেকে বরণ ডালা ও ফুল দিয়ে বরণ করা হয়। দেশীয় সংস্কৃতিতে ফাদারদের পা ধুয়োনো, ফুলের মালা দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়। এরপর রজত জয়ন্তী পালনকারী ফাদাদের মঙ্গল ও তাদের জীবনের জন্য প্রার্থনা করা হয়।  

খ্রিস্টযাগ উৎসর্গ করেন রজত জয়ন্তী পালনকারী ফাদারগণ। খ্রিস্টযাগে পৌরিহিত্য করেন রজত জয়ন্তী পালনকারী ফাদার জ্যোতি এফ. কস্তা।

খ্রিস্টযাগে উপদেশ সহভাগিতা করেন ফাদার  সুব্রত গমেজ, তিনি বলেন, ‘ফাদার জ্যোতি ঈশ্বরের আশীর্বাদে খুবই সুন্দর ও সার্থক ভাবে ২৫টি বছর পূর্ণ করেছেন। তিনি ছিলেন অলরাউন্ডার। সবকিছুতে দক্ষতার পরিচয় দিয়েছেন। যাজকীয় জীবনে নিজের নামের মতোই জ্যোতি অর্থাৎ আলোকিত হয়ে অন্যকে আলোকিত হওয়ার জন্য সাহায্য করেছেন।’

খ্রীষ্টযাগের পরে ধর্মপল্লী ও রাঙ্গামাটিয়া মিশন খ্রীষ্টান যুব সমিতির পক্ষথেকে রজত জয়ন্তী পালনকারী ফাদারদের সংবর্ধনা দেওয়া হয়।

পরিশেষে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ভিনসেন্ট খোকন গমেজ বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।- ফাদার ফিলিপ তুষার গমেজ

 

Add new comment

10 + 1 =