রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা

রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা

গত ৩১ জানুয়ারী ২০২১ খ্রিস্টাব্দে, রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা।

‘খ্রিস্টপ্রসাদ খ্রিস্টমণ্ডলীর প্রাণ’ এই মূলভাবের উপর সহভাগিতা করেন ফাদার পিটার শ্যানেল গমেজ। শ্রদ্ধেয় ফাদার বিভিন্ন আশ্চর্য ঘটনার আলোকে খ্রিস্টপ্রসাদে যীশুখ্রীষ্টের উপস্থিতি সমন্ধে সহভাগিতা করেন।

তিনি আরো বলেন, “যীশুখ্রীষ্ট নিজের দেহ ও রক্ত আমাদের খাদ্য ও পানীয় হিসেবে দান করেছেন। যেন আমরা অন্তরে পরিতৃপ্ত ও আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি লাভ করতে পারি। খ্রীষ্টপ্রসাদ আমাদের পরিপূর্ণ জীবন দান করেন। খ্রীষ্টপ্রসাদেই খ্রীষ্টমণ্ডলী জীবন পায়। তাই খ্রীষ্টপ্রসাদ খ্রীষ্টমণ্ডলীর প্রাণ।”

খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রায় ফাদারগণ, সিস্টারগণ ও খ্রীষ্টভক্তগণ অংশগ্রহণ করেন। খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রায় বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা ও অংশগ্রহণের জন্য রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ভিনসেন্ট খোকন গমেজ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।- ফাদার ফিলিপ তুষার গমেজ 

 

Add new comment

1 + 6 =