রংপুরে বন্যার পানিতে ভেসে গেছে ঘর-বাড়ি

Photo Credit to Owner

বন্যার পানিতে রংপুরের মানুষ আজ দিশেহারা। ঘর-বাড়ি ও ফসলি আবাদ নষ্ঠ হওয়ার পর তারা এখন বসবাস করছেন রাস্তায় ও খোলা আকাশের নিচে।

ঐ এলাকার সবার মুখে একই কথা- আমাদের সব শেষ। বন্যার পানিতে ভেসে গেছে ঘর-বাড়ি আর আবাদী জমির ফসল।  

তিস্তার ভাঙনে সর্বশান্ত হয়েছে এলাকাবাসী। তাদের দিন কাটছে অনেক কষ্ঠে। কেউ কেউ আবার পরিবার নিয়ে বাস করছে খোলা আকাশের নিচে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ আলী বলেন, এ বছর উওরাঞ্চলের বন্যায় প্রায় সাড়ে দশ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে চলে গেছে।

বন্যার কারণে ঐ অঞ্চলের ঘর-বাড়ি ও ফসলি জমি ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Add new comment

6 + 8 =