যাজকীয় জীবনের রজত জয়ন্তী উদযাপন

ফাদার স্ট্যানিসলাউস গমেজের যাজকীয় জীবনের রজত জয়ন্তী

ফাদার স্ট্যানিসলাউস গমেজের যাজকীয় জীবনের রজত জয়ন্তী উদযাপন করা হয় তুইতাল পবিত্র আত্মা ধর্মপল্লীতে।

জুবিলীর পূর্বদিনে বিকেল  ফাদার স্ট্যানিসলাউস গমেজ ও অতিথীদের গির্জার গেট থেকে ফুল ছিটিয়ে ও নানা রকম স্লোগান দিয়ে আনন্দপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে গির্জায় বারান্দায় এনে পাঁ ধুয়ানের মধ্যদিয়ে বরণ করা হয়। পরে ফাদারের যাজকীয় জীবনের রজত জয়ন্তী উপল্লক্ষে মঙ্গল কামনায় বিশেষ আরাধনা অনুষ্ঠান করা হয়।

জুবিলী খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্যকারী ছিলেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। জুবিলী পালনকারী ফাদারের সাথে খ্রিস্টযাগে আরও উপস্থিত ছিলেন ১০জন ফাদার, ২জন ডিকন, বিভিন্ন সম্প্রদায়ের ১৭জন সিস্টার, ৫জন হলিক্রস ব্রাদার, জুবিলী পালনকারী ফাদারের আত্মীয় স্বজন, তুইতাল, হাসনাবাদ গোল্লা ও শোলপুর ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ।

খ্রিস্টভক্তগণ স্বর্তস্ফূর্তভাবে জুবিলী খ্রিস্টযাগে অংশগ্রহণ করে। খ্রিস্টযাগের শুরুতে শোভাযাত্রা করে গির্জায় প্রবেশ করে বেদীতে ধুপায়ন করার পরে জুবিলী পালনকারী ফাদার, বিশপ, ফাদারের আত্মীয় স্বজন ও তিন গ্রামের প্রতিনিধি ২৫টি প্রদীপ প্রজ্জলন করেন।

খ্রিস্টযাগে উপদেশে জুবিলী পালনকারী ফাদার নিজের  জীবনের জন্য ঈশ^রকে ধন্যবাদ জানান এবং নিজের জীবন সহভাগিতা করেন।

খ্রিস্টযাগের পরে  ফাদারের বিশেষ স্মৃতিচিহ্ন হলিকার্ড আর্শীবাদ করা হয় এবং বিশেষ স্মরণিকা উদ্ভোধন করা হয়। তার পর ধর্মপল্লীর পক্ষ থেকে জুবিলী পালকারী ফাদারকে ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পাল-পুরোহিত ফাদার পংকজ প্লাসিড রড্রিকস্ সবাইকে ধন্যবাদ জানান।- ডিকন লেনার্ড রোজারিও

Add new comment

6 + 6 =