ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের বাৎসরিক সভা

গত মাসে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বরুয়াকোনা ধর্মপল্লীর মিলনায়তনে ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।

সকল যাজকগণ কাইটাকোনা গ্রাম পরিদর্শন করেন ও পুণ্যপিতা পোপ ফ্রান্সিস-এর নতুন সর্বজনীন পত্র : “fratelli tutti”, ‘আমরা সকলে ভাইবোন’ সম্পর্কে সহভাগিতা করেন ফাদার অশেষ দিও।

সহভাগিতার পর ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের সভাপতি ফাদার অঞ্জন জাম্বিল খ্রিস্টভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন।

পরিশেষে, ফাদার প্রবেশ পাস্কাল রাংসা উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।-ফাদার প্রবেশ পাস্কাল রাংসা

Add new comment

10 + 5 =