মিয়ানমারে সেনাবাহিনিদের হাতে আটক কাথলিক পুরোহিতের মুক্তি

মিয়ানমারে সেনাবাহিনিদের হাতে আটক কাথলিক ফাদার কলোম্বান লার ডি

 ফাদার কলোম্বান লার ডি হলেন প্রথম কাথলিক যাজক যিনি মিয়ানমারের সেনাবাহিনিদের হাতে আটক হয়েছিলেন। তিনি মিয়ানমানের বার্ম্মো ধর্মপ্রদেশের পুরোহিত।

জানা যায় যে গত ১৩ ই মে ২০২১ খ্রীষ্টাব্দে,  সেনাবাহিনিরা তাকে আটক করেন। তবে আটকের মূল উদ্দেশ্য কি ছিল, তা জানা যায়নি। সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পাঁচদিন আটকে রাখার পর গত ১৭ ই মে তাকে  মুক্তি দেওয়া হয়। তিন গত চার বছর যাবৎ বার্ম্মো ধর্মপ্রদেশে তার পালকীয় সেবা দিয়ে যাচ্ছিলেন এবং ধর্মপ্রদেশের যুব কর্ডিনেটর হিসেবে তিনি তার দায়িত্ব পালন করছিলেন ।  

ফাদার কলোম্বান লার ডি বার্ম্মো থেকে মাইককানা যাওয়ার পথে রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এই প্রসঙ্গে বিশপ হ্যাগি বলেছেন যে, ফাদার  কলোম্বানকে কোন অত্যাচার ছাড়াই সেনাবাহিনিরা তাকে মুক্তি দেন। এটা ঈশ্বরের একটা আর্শিবাদ এবং অনুগ্রহ।

ফাদার কলোম্বান বলেন, আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। আর আমি পবিত্র আত্মার শক্তিতে সেই সব প্রশ্নের ঊত্তর দিতে সক্ষম হয়েছি। তাই সেনাবাহিনিরা আমাকে কোন অত্যাচার করেননি। তখন মঙ্গলসমাচারের কথা আমার মনে পড়েছে “আপনাকে যদি আদালতে হাজির করা হয় তখন পবিত্র আত্মাই বলে দিবে আপনাকে কি বলতে হবে।” 

ফাদার কলোম্বান ঈশ্বরের প্রতি অনেক কৃতজ্ঞ তাকে রক্ষা করার জন্য এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের প্রতি যারা তার জন্য প্রার্থনা করেছেন। তিনি এখন সুস্থ্য আছেন, ভাল আছেন।

 

Add new comment

8 + 5 =