মানগাছা উপ-ধর্মপল্লীতে পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার

পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার

গত সপ্তাহে,  রাজশাহী ধর্মপ্রদেশে ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি টিম এর আয়োজনে বোর্ণী ধর্মপল্লীর অধীনস্থ মানগাছা উপ-ধর্মপল্লীতে  ৪ জন ফাদার, ৫ জন সিস্টারসহ  প্রায় ২৩০ জন অংশগ্রহণকারী নিয়ে ‘পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক’ একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

এই সেমিনারের ছিল মূলসুর ‘এসো রোজারিমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি’।

পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। খ্রীষ্টযাগের পর সেমিনারে মূল বিষয়ের উপর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত আইন্দ।

তিনি বলেন, ‘কুমারী মারিয়া হলেন আমাদের প্রত্যেক খ্রীষ্টবিশ্বাসীর জীবনে পবিত্রতা, বাধ্যতা ও নম্রতার আদর্শ। তিনি আমাদের বিভিন্ন সমস্যা ও হতাশার সময় সাহায্য করেন, তাই আমরা যেন   প্রতিনিয়ত তাঁর কাছে প্রাথর্না করি।’

মিসেস আইরিন কস্তা বলেন, ‘আমি সব সময় মা মারিয়ার কাছে প্রার্থনা করি আর তিনি আমাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। আমি কিছুদিন আগেও কুমারী মারিয়ার মধ্যস্থতায় একটি কঠিন রোগ থেকে সুস্থতা লাভ করেছি।’

মি: যোসেফ পালমা বলেন,   ‘আমি কুমারী মারিয়াকে ভক্তি শ্রদ্ধা করি কারণ তিনি আমাকে নতুন ভাবে বাচার আশা  দিয়েছেন, আমাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন।’ 

সিস্টার রুমা সিআইসি বলেন,   ‘যখনই আমি কোন সমস্যায় পড়ি কুমারী মারিয়া আমাকে সাহায্য করেন। আমি কুমারী মারিয়ার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখি।’

পরিশেষে, রাজশাহী ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’ টিম এর পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেন বলেন,  ‘বর্তমান বিশে^ কঠিন এক কঠিন বাস্তবতায় কুমারী মারিয়ার কাছে যেন আমরা আরও বেশি করে রোজারিমালা করি এবং শান্তি ও একতার পরিবার গড়ে তুলি।’ 

Add new comment

8 + 10 =