মাধ্যমিকের সিলেবাসে ব্যাপক কাটছাঁট করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

করোনা পরিস্থিতির জেরে ২০২২ সালের পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে ব্যাপক কাঁটছাঁট করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার অর্থাৎ গতকাল, ২৪ আগস্ট ২০২১ পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার জন্য নতুন সিলেবাস জারি করা হল। যাতে বলা হয়েছে, প্রত্যেকটি বিষয়ের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য চলতি বছরের পরীক্ষাতেও প্রায় ৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে দিয়েছিল পর্ষদ।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে এখনও বন্ধ স্কুল। সামনেই আবার পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পরার আশঙ্কা আছে। ওদিকে ভারতের কেরালা, মহারাষ্ট্রের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তাই অনলাইনই এখন পড়াশুনার মাধ্যম। গত বছরের মতোই প্রত্যেক বিষয়েই কমেছে সিলেবাস। নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করেছে, মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায়, কোন বিষয় থেকে কত নম্বরের কটি প্রশ্ন থাকবে। একইসঙ্গে সংক্ষিপ্তধর্মী বা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের ভাগ বাড়ছে। সেই অনুযায়ীই শিক্ষিকাদের ক্লাসে পড়ানোর পরামর্শ পর্ষদের।

এদিনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, পরের বছর সশরীরেই কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। তবে কবে হবে পরীক্ষা তা নিয়ে কোনও সিদ্ধান্ত বা তারিখ এখনও ঘোষিত হয়নি। প্রতিবেদন – অতনু দাস।

 

Website: https://bengali.rvasia.org

YouTube: http://youtube.com/veritasbangla

Add new comment

2 + 13 =