Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
মহামারি করোনাকালে ৫০তম বিশ্ব ধরিত্রী দিবস
গত ২২ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দে, মহামারি করোনাকালে আগমন হলো ৫০তম বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সালে মার্কিন সিনেটের গেলর্ড নেলসন এই দিবসটির উদযাপন শুরু করেন। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছেলেন আর সেই দিন থেকেই এই দিবসটির শুরু। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সন্মানে ভূষিত করা হয়।
এই বছরে বিশ্ব ধরিত্রী দিবসের মূলসুর ছিলো “ক্লাইমেট অ্যাকশন”। আর এই বিশ্ব ধরিত্রী দিবসটির মূল লক্ষ্য হচ্ছে পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে পৃথিবীকে বাঁচিয়ে রাখা।
এ বছর ৫০তম বিশ্ব ধরিত্রী দিবসটি এলো এমন এক সময়ে, যখন পৃথিবীর প্রায় সব মানুষের জীবনযাপন থমকে দাড়িছে বৈশ্বিক এক মহামারি করোনাভাইরাসের দাপটে। সাম্প্রতিক জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দেলন এবং আলোচনা বিশ্বজুরে চলছে। অনেক দেশ নিয়েছে অনেক কার্যকর উদ্যোগ। আবার এর বিপরীতে দেখা যায়, উদাসিনতার দায়ে কিছু প্রভাবশালী দেশ হয়েছে সমালোচিত।
মহামারি করোনাভাইরাসের কারণে পৃথিবীর মানুষের জীবনযাএা যখন থমকে দাড়িয়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন ধরনের কল-কারখানা, বিভিন্ন যানবাহন আর তাই ইতোমধ্যেই উল্লেখযোগ্য মাএায় কমেছে পরিবেশ দূষণ। ফলে মানবজাতি এক ভয়াবহ সময়ের মুখোমুখি হলেও বিশ্ব ধরিত্রী এক ধরনের মুক্তি পেয়েছেন বলে মনে করছেন অনেক পরিবেশবিদরা।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহামারি করোনাভাইরাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ পৃথিবীকে বাস-উপযোগী করে রাখতে সকল মানুষের অগ্রনি ভূমিকা রাখা উচিত। - ফাদার নিখিল গমেজ
Add new comment