মহাপ্রয়াণে পবিত্র ক্রুশ সংঘের উজ্জ্বল নক্ষত্র ব্রাদার হ্যারোল্ড বিজয় রড্রিকস্, সিএসসি

শ্রদ্ধেয় ব্রাদার হ্যারোল্ড বিজয় রড্রিকস্, সিএসসি আর নেই। হাজারো মানুষকে কাঁদিয়ে চিরতরে চলে গেছেন না ফেরার দেশে। ব্রাদার বিজয় পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের এক অন্যতম ব্যক্তিত্ব তিনি আজ ২৩ মে, সকাল ১১:১৫ মিনিটে দক্ষিণ ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি গত নয় মাস যাবৎ অগ্নাশয়ে ক্যান্সারে ভুগছিলেন। গত ২০১৯ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ভারতের মুম্বাইয়ের এ্যাপেলো হাসপাতালে তার এই দূরারোগ্য ব্যাধী অগ্নাশয় ক্যান্সার নির্ণয় হবার পর থেকেই ভারতে ও বাংলাদেশে তার উন্নত চিকিৎসা চলছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে তার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিলো। তার মৃত্যুতে গোটা পবিত্র ক্রুশ সংঘ, বিভিন্ন প্রতিষ্ঠান তথা সমগ্র বাংলাদেশ কাথলিক মণ্ডলীতে নেমে এসেছে স্তব্ধতা ও শোকের ছায়া।

ব্রাদার বিজয় ছিলেন আধ্যাত্মিকতায় বলীয়ান একজন নিবেদিত সন্ন্যাসব্রতী ব্রাদার যিনি মানব সেবায় পরিপূর্ণভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি একাধারে ছিলেন সুদক্ষ প্রশাসক, দূরদর্শী নেতা, চিন্তাশীল লেখক, অনুবাদক, বই প্রেমী, জ্ঞানের সাধক, গবেষক, উত্তম শিক্ষক, স্পষ্টভাষী এবং সুবক্তা। অন্যদিকে তিনি ছিলেন সৃজনশীল, অত্যন্ত মেধাবী, কঠোর পরিশ্রমী, প্রত্যুৎপন্নমতি, সংস্কৃতিমনা, ক্রীড়ানুরাগী, বন্ধুবাৎসল ইত্যাদি গুণের অধিকারী। তিনি পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘ তথা বাংলাদেশ মণ্ডলীর জন্য বিরাট আশীর্বাদ ও অমূল্যবান সম্পদ স্বরূপ। তার সৃজনীশক্তি, গভীর জ্ঞান ও অক্লান্ত পরিশ্রমের উপর ভিত্তি করে সাধু যোসেফের ভ্রাতৃ-সমাজ উন্নতির পথে অনেক দূর এগিয়েছে। অন্যদিকে, তিনি তার প্রগতিশীল চিন্তা, কর্ম ও পথনির্দেশনার মধ্যে দিয়ে বাংলাদেশে খ্রিস্টান সমাজে, বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠানে ও বিভিন্ন ধর্মসংঘে রেখেছেন অসামান্য অবদান। তার নামের সার্থকতা তিনি পেয়েছেন তার কাজের মধ্যে দিয়েই।

ব্রাদার  আমাদের মধ্যে নেই এই কথা বিশ্বাসই হতে চায় না। প্রয়াণের হৃদয়বিদারক সংবাদ যেন মাথায় বাজ পড়ার মতো। তার গর্ভধারীণি মা, পিসিমা, কাকীমা, অন্যান্য পরিবার পরিজন ও পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারগণ সবাই বাক্রূদ্ধ ও দিশেহারা। তার চলে যাওয়া পবিত্র ক্রুশ সংঘ, তার পরিবার, বাংলাদেশ খ্রিস্টান সম্প্রদায় তথা গোটা জাতির জন্য বিরাট ক্ষতি যা অপূরণীয়। সবার মনের গভীর শ্রদ্ধা ও নিরন্তর ভালবাসা জয় করে তিনি চলে গেলেন পরপারে। তার অকাল মৃত্যুতে সাধু যোসেফের ভ্রাতৃসমাজ তথা গোটা পবিত্র ক্রুশ সংঘ গভীরভাবে শোকাহত। করুণাময় ঈশ্বর ব্রাদার হ্যারোল্ড বিজয় রড্রিকস্, সিএসসি’কে অনন্ত শান্তি দান করুন।

Add new comment

14 + 1 =