মহান মুক্তিযুদ্ধে শহীদ ফাদার উইলিয়াম ইভান্স এর ৪৯তম মৃত্যু বার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধে শহীদ ফাদার উইলিয়াম ইভান্স

আজ ১৩ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদ ফাদার উইলিয়াম ইভান্স এর ৪৯তম মৃত্যু বার্ষিকী ।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন ফাদার উইলিয়াম ইভান্স। যিনি মানবসেবার ব্রত নিয়ে ধর্মযাজক হিসেবে ১৯৪৫ সালের ডিসেম্বরে ব্রিটিশ জাহাজ মালঞ্চে ভারতবর্ষে আসেন।

১৯৭১ সালের ১৩ নভেম্বর ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে ইছামতী নদীর পাড়ে পাকিস্তানি সেনারা এই মহান মানবসেবীকে হত্যা করে। 

ফাদার উইলিয়াম ইভান্স ১৯১৯ সালের ১৫ জানুয়ারি ম্যাসাচুসেটসের পিটসফিল্ডে জন্মগ্রহণ করেন।

বাবা চার্লস ও মা রোজ ইভান্স। তিনি ১৯৪১ সালে হলিক্রস মিশন সেমিনারিতে প্রবেশ করেন। ১৯৪৫ সালের ১০ জুন যাজক হিসেবে অভিষিক্ত হন।

মানবসেবার ব্রত নিয়ে ফাদার উইলিয়াম ইভান্স ১৯৪৫ সালের ভারতবর্ষে আসেন।

তৎকালীন পূর্ববঙ্গে অবস্থিত সিলেটের শ্রীমঙ্গল, ময়মনসিংহের বালুচড়া, ঢাকার হলিক্রস ক্যাথিড্রাল, নবাবগঞ্জের তুইতাল, বান্দুরা অবশেষে ১৯৬৭ সাল থেকে গোল্লা গির্জায় পুরোহিতের কাজ করেন।

তাই আজ আমরা এই  মহান মানবের আত্নার চির শান্তি কামনা করি।

Add new comment

5 + 9 =