মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল সেমিনার

গত মাসে মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো অর্ধদিবসব্যাপী শিশুমঙ্গল সেমিনার ।

“আমরা যিশুর সেবক সকলে” এই মূলসুরের উপর ভিক্তি করে শিশুমঙ্গল সংঘের উদ্যোগে শিশুমঙ্গল সেমিনার অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে ফাদার দিলীপ এস.. কস্তা  মূলভাবের উপর প্রাণবন্ত সহভাগিতা করেন। তিনি রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় কর্মশালা ২০২০ এর আলোকে ধর্মপল্লী কর্তৃক গৃহিত ৪টি অগ্রাধিকারসহ আরো কয়েকটি সাম্প্রতিক বিষয়সমূহের উপর সহভাগিতা করে এবং সেই সাথে গ্রামভিত্তিক ৭টি নাটিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে ১২০ জন শিশু ও ১৬ জন পরিচালিকা উপস্থিত ছিলেন। এই সেমিনারে শিশুরা অংশগ্রহণ করে অনেক আনন্দ করে।

এই সেমিনারে শিশুদের অংশগ্রহণে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কণ ও চারু-কারুকলা প্রদর্শনী।

পরিশেষে শিশু ও পরিচালিকাদের পুরষ্কার প্রদান এর মধ্য দিয়ে শিশুমঙ্গল সেমিনার সমাপ্ত হয়।- চন্দ্রা গমেজ

Add new comment

13 + 7 =