Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ভারতে রেকর্ড টিকাকরণ, এবার লক্ষ্য দৈনিক এক কোটি টিকাকরণ
ভারতে রেকর্ড টিকাকরণ, এবার লক্ষ্য দৈনিক এক কোটি টিকাকরণ
২০২১ এর ডিসেম্বর মাসের মধ্যে ১৮ ঊর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে দ্রুত টিকাকরণের উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই মতো রাজ্যগুলিকে দায়মুক্ত করে ভ্যাকসিনের ডোজ কেনার যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নেওয়ার প্রথম দিন, বিগত সোমবারে (২১ জুন, ২০২১) দারুণ সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সোমবার একদিনেই গোটা দেশে ৮৮ লক্ষ এবং গতকাল মঙ্গলবার ৫৩ লক্ষ নাগরিক টিকা নিয়েছেন, যা রেকর্ড। এতদিন দৈনিক টিকাকরণের গড় ছিল ২৫ থেকে ৩০ লক্ষ। ব্যাপক হারে প্রচার এবং মানুষের উৎসাহই এই ব্যাপারে কাজে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। এদিনের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।
এখানে অবশ্য উল্লেখ্য টিকাকরণের প্রথম দিনে এবং গতকাল দ্বিতীয় দিনে সরকারী বিনামূল্যের টিকাকরণ কেন্দ্রগুলির বাইরে কাতারে কাতারে মানুষের ভিড় চোখে পড়েছে, শহর থেকে গ্রাম, যেটা আবার একদিক থেকে চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলেছে। কারণ যখন তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি সম্মুখে তখন এই ভিড়ে কতটা করোনা বিধি মানুষ এবং সরকার মানতে পারছেন তা নিয়ে তাঁরা যথেষ্ট সন্দিহান অবস্থায় আছেন এবং যা তাঁরা যথেষ্ট উদ্বিগ্ন ভাবে প্রকাশ করেছেন।
এক হিসেব অনুযায়ী ১৬ জানুয়ারি, ২০২১ থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রায় ২৯ কোটি ডোজ দেওয়া হয়ে গেল। টিকাকরণের এই হারই বজায় রাখতে চাইছে কেন্দ্র। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) ডিরেক্টর জেনারেল, ডাঃ বলরাম ভার্গব জানিয়েছেন, দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়াই টার্গেট। উল্লেখ্য, এতদিন সরকারি টিকাকরণ কেন্দ্রে ১৮-৪৪ বছর বয়সিদের টিকা কেনার খরচ রাজ্যকে দিতে হতো। এখন পুরোটাই দেবে কেন্দ্র। রাজ্যকে স্রেফ টিকাকরণ কেন্দ্রের ব্যবস্থা করতে হবে। নতুন নীতিতে টিকা কোম্পানির মোট উৎপাদনের ৭৫%, কিনবে কেন্দ্র সরকার। আর উৎপাদনের বাকি ২৫%, বেসরকারি যেকোনো হাসপাতাল সরাসরি কোম্পানির থেকে কিনতে পারবে। টিকাকরণ বাবদ সব মিলিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের খরচ হয়েছে ৯,৫০৫ কোটি টাকা। দেশের প্রাপ্তবয়ষ্ক নাগরিকদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সরকার এবার বাজেটে (২০২১-২২) ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তাই টিকার ডোজ কেনা এবং টিকাকরণের জন্য খরচ করতে অর্থের অভাব হবে না বলেই জানিয়েছে কেন্দ্র সরকার।
ওদিকে টিকার খরচের পাশাপাশি কোভিড রোগীর চিকিৎসা তথা ওয়ার্ডে কর্তব্যরত প্রয়াত স্বাস্থ্যকর্মীর পরিবারকেও ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে এখনও পর্যন্ত ১,০০৩ জন আবেদন করলেও টাকা পেয়েছেন মাত্র ৫৮ জন। তবে মোট ৪৭৭ জনের দাবির প্রক্রিয়া শুরু হয়েছে। কাগজপত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ক্ষতিপূরণ দাবি করলেও ১৪১ জনের আবেদন খারিজ করে দিয়েছে মোদি সরকার। যুক্তি, এঁদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী নন। অনেকে কোভিড ওয়ার্ডে ডিউটিও করেননি। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ২৫ জন স্বাস্থ্যকর্মীর পরিবার ক্ষতিপূরণের অর্থ দাবি করলেও হাতে টাকা পেয়েছেন মাত্র ৭ জন। তিনজনের দাবি মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ১০ জনের এই সংক্রান্ত কাগজপত্র সম্পূর্ণ নয়। সেগুলি সম্পূর্ণ করলে ফের বিবেচনা করে দেখবে বলেই জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি ৩ জন ক্ষতিপূরণ পাওয়ার যোগ্যই নয় বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। প্রতিবেদন – অতনু দাস।
YouTube: http://youtube.com/veritasbangla
Website: https://bengali.rvasia.org
Add new comment