ভারতে বেকারত্বের কারণে আত্ম্যহত্যা বাড়লেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা বিপরীতমুখী

ভারতে বেকারত্বের কারণে আত্ম্যহত্যা বাড়লেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা বিপরীতমুখী।

 

২০১৬ থেকে ২০১৯-এই চার বছরে ভারতে বেকারত্বের জেরে আত্মহত্যার ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সোমবার (০২ অগাস্ট ২০২১) সংসদে লিখিতভাবে এই পরিসংখ্যান পেশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে এক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ রাজ্য। এবং তা কেন্দ্রীয় পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়েছে। 

 

সোমবার লোকসভায় লিখিতভাবে এই সংক্রান্ত যে পরিসংখ্যান পেশ করেছে শ্রমমন্ত্রক, তাতে দেখা যাচ্ছে ২০১৬ সালে সারা দেশে বেকারত্বের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে ২,২৯৮টি। ২০১৭ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৪০৪টি। ২০১৮ সালে তা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৭৪১টি। ২০১৯ সালে সারা দেশে বেকারত্বের কারণে ২,৮৫১টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদিকে কেন্দ্রীয় পরিসংখ্যান থেকে স্পষ্ট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যাটি ক্রমশ কমেছে। ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে পশ্চিমবঙ্গে বেকারত্বের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে যথাক্রমে ১০৯টি, ৯৫টি, ৭৫টি এবং ৪০টি। স্পষ্টতই বাংলায় এর হার ক্রমশ নিম্নগামী। উল্লেখ্য ২০১৯ সালে বেকারত্বের কারণে ভারতে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে কর্ণাটকে ৫৫৩টি।

এদিন লোকসভায় শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি লিখিতভাবে জানিয়েছেন, এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) কাছে পরিসংখ্যান জমা দেয়। সেই মতোই এনসিআরবি ‘অ্যাক্সিডেন্টাল ডেথস অ্যান্ড সুইসাইডস ইন ইন্ডিয়া’ (এডিএসআই) প্রকাশ করে। তার উপর ভিত্তি করেই বেকারত্বের কারণে আত্মহত্যার ঘটনার পরিসংখ্যান সংসদে জমা দিয়েছে শ্রমমন্ত্রক। প্রতিবেদন – অতনু দাস।

 

Website: https://bengali.rvasia.org

YouTube: http://youtube.com/veritasbangla

Add new comment

4 + 3 =