ভারতে প্রয়াত ফাদার স্ট্যান স্বোয়ামির স্মরনার্থে 'জাতীয় ন্যায় দিবস' উদযাপন

ফাদার স্ট্যান স্বোয়ামির স্মরনার্থে 'জাতীয় ন্যায় দিবস' উদযাপন

গত ২৮ শে জুলাই ২০২১, ভারতে প্রয়াত ফাদার স্ট্যান স্বোয়ামির স্মরনার্থে 'জাতীয় ন্যায় দিবস' উদযাপন করা হলো ।এই দিনটি সমগ্র খ্রীষ্টমণ্ডলী জাতিয়  সং হতি দিবস হিসেবে পালন  করল নিরব প্রতিবাদ মিছিল এর মধ্যে দিয়ে।

ক্যাথলিক বিশপ কনফারেন্সেস অফ ইন্ডিয়া,  কার্ডিনাল অসওয়াল্ড গ্রেসিয়াস এই দিনটি প্রয়াত ফাদার স্ট্যান স্বোয়ামির স্মরনার্থে জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছিলেন সমগ্র খ্রীষ্ট মন্ডলীর কাছে।

ফাদার স্ট্যান স্বোয়ামিকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তার সেবা কর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে  গত ২৮ শে জুলাই ২০২১ 'জাতীয় ন্যায় দিবস' পালন করার কর্মসূচি গ্রহণ করেছিল। 

আমাদের দেশে ক্রমবর্ধমান হিংসা, অসাম্য, বহিষ্করণ, অন্যায্য পক্ষপাতিত্ব ও অত্যাচারের মধ্যে আমরা যেন নীরব দর্শক হয়ে না থাকি এই বাণী  ফাদার স্ট্যান স্বোয়ামি আমাদের শিখে গিয়েছিলেন। তিনি আমাদের অনুপ্রেরণা দিয়ে গেছেন বর্তমান সময়ে আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনায় তুলে ধরা আদর্শ, স্বাধীনতা সাম্য ও ভাতৃত্বের গুণ গান গাইতে হবে, কেননা খাঁচার বন্দী পাখিও একাকী এবং অন্যান্য সকল পাখিদের সঙ্গে মিলিত হয়ে নানান প্রতিকুলতার মধ্যেও গান গাইতে পারে।

একজন জেজুইট পুরোহিত হয়ে, তিনি সকলের মধ্যে মিলন ও ন্যায় স্থাপনার জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন তাদেরই জন্য যাদের সমাজের বাইরে ফেলে রাখা হয়েছে, যাদের সম্মান ও মর্যাদাহানি করা হচ্ছে প্রতিনিয়ত।

ফাদার স্ট্যান স্বোয়ামির মৃত্যু শেষ কথা নয়, বরং আমাদের দেশের সংবিধানের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করার যাত্রাপথে এটি একটি মূল্যবান এবং জেগে ওঠার সঠিক মুহূর্ত।

ফাদার  স্ট্যান  মিলিত হয়েছেন আদিবাসী শহীদদের সঙ্গে, তিনি মিলিত হয়েছেন যারা আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো এবং দেশের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জাতীয় সংস্কৃতি রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই সমস্ত মহান আত্মার সঙ্গে।

ফাদার  স্ট্যানের  মৃত্যু এক নতুন আশার কিরণ ছড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেকের কাছে, কেননা তিনি বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও দেশের ভাই-বোনেদের একত্রিত করেছেন মানব পরিবারে ও ঈশ্বরের সৃষ্টিতে ন্যায় স্থাপনের উদ্দেশ্যে, একসঙ্গে মিলিত হয়ে সাহসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে।

ফাদার স্বোয়ামি আজ প্রান্তিক মানুষদের জন্য ন্যায় বিচারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন আমাদের প্রত্যেকের সামনে। তার মৃত্যুর ফলে তিনি  মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব হিসেবে অমর হয়ে থাকবেন চিরকালের জন্য।

আদিবাসী দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে তার আজীবন সখ্যতা এবং তার শহীদ মৃত্যুবরণ এর মধ্যে দিয়ে তিনি আমাদের আরও দয়ালু হতে, কন্ঠহীনদের কণ্ঠস্বর হয়ে উঠতে এবং মানবাধিকার রক্ষায় ক্ষমতাসীন শাসকের সামনে সত্য বলার এক নৈতিক জনাদেশ তিনি আমাদের শিখিয়ে গেছেন।

তাই এই দিন ফাদার  স্ট্যান স্বোয়ামির আত্মবলিদানের কথা স্মরণ করে দেশের বিভিন্ন প্রান্তে খ্রীষ্টবিশ্বাসী মানুষ, প্রার্থনা ও মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল, নীরব প্রতিবাদ প্রদর্শন করেন। নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার সুরক্ষার  আবেদন জানান।

বর্তমান ‌ বিচার ব্যবস্থায় অসাম্যের যে অশনিসংকেত প্রতিনিয়ত আমাদের ভাবিত করেছে, তা আমাদের প্রত্যেককে ঠিক পথ দেখাতে সাহায্য করবে  এটাই কামনা করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন -'স্বাধীনতার সেই স্বর্গে, হে পিতা, আমার দেশকে করো জাগরিত"।

 

Add new comment

14 + 1 =