ভারতে জাতীয় যুব দিবস উদযাপন

৮ই আগস্ট ২০২১, ভারতে জাতীয় যুব দিবস উদযাপন

ভারতের ক্যাথলিক বিশপস অফ ইন্ডিয়া (সিবিসিআই) এর যুব কমিশন হল ভারতীয় বিশপদের একটি অঙ্গ। এই যুব কমিশনের পক্ষ থেকে আগস্ট মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ, গত ৮ ই আগস্ট ২০২১, "জাতীয় যুব দিবস" উদযাপন করা হয়, যা ভারতীয় বিশপদের দ্বারা উৎসর্গীকৃত একটি দিন হিসাবে চিহ্নিত হয় দেশব্যাপী সকল তরুণ- তরুণীদের কাছে ।

দিনটি যুবক-যুবতীরা তাদের প্যারিশ, ডায়োসিস এবং প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করেছিল। তরুণ-তরুণীরা এই উপলক্ষে ভার্চুয়াল এবং শারীরিক ক্রিয়াকলাপের আয়োজন করেছিল। কিছু প্যারিশে পবিত্র খ্রীষ্টযাগ উদযাপনের আয়োজন করা হয়েছিল এবং অনেক জায়গায় কোভিড বিধিনিষেধের কথা মাথায় রেখে তারা ভার্চুয়াল প্রার্থনা সভার আয়োজন করেছিল আবার কিছু জায়গায় বিভিন্ন দাতব্য ও তহবিল সংগ্রহের আয়োজনও করা হয়েছিল।

কোভিড -১৯ এর  বিধিনিষেধের কারণে, এই বছর উদযাপনটির আরম্ভর প্রতি বছরের তুলনায় কম থাকলেও তা কোনোভাবেই যুব সম্প্রদায়ের ওপর বা তাদের উৎসাহ কে কমিয়ে দিতে পারেনি।

তারা তাদের তারুণ্যের প্রতীক স্বরূপ এবং খ্রীষ্টমন্ডলীর সহযোদ্ধা হিসেবে দিনটি উদযাপনের জন্য কমিউনিটি প্রোগ্রাম, বিনোদন, ফেলোশিপ, প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করে। সিবিসিআই এর যুব কমিশন খ্রীষ্টযাগ উদযাপনের জন্য বিশেষ উপাসনা প্রস্তুত করেছিল যা বিভিন্ন ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়।

এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তের তরুণরা, তাদের ধর্মপল্লীর বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য প্রথম "ওয়ার্ল্ড গ্র্যান্ড প্যারেন্টস ডে" উদযাপন এবং বাইবেল কুইজ আয়োজনও করে।

যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল: "দাঁড়াও তুমি যা কিছু দেখেছো তার সাক্ষী হিসাবে আমি তোমায় নিযুক্ত করলাম।" 

যুব কমিশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় বিশপ সোসাই নাজারিন তরুণদের উদ্দেশ্যে তার বার্তা দেন  যে, সাধু পল যেমন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সুসংবাদ ছড়িয়ে দিয়েছিলেন ঠিক, অনুরূপভাবে তাদেরও এই কাজে এগিয়ে আসতে হবে এবং ভালো কাজের সাক্ষী হিসেবে তাদেরকে প্রস্তুত থাকতে হবে। তিনি তাদের শুভেচ্ছা জানান এবং তাদের দ্বারা ভাল কাজের জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন।

এই কমিশনের আর এক সদস্য, বিশপ ইগনেশিয়াস ডিসুজা বলেন যে এই বার্তাকে তাদের  গুরুত্বসহকারে গ্রহণ করতে হবে এবং তাদের বিশ্বাসকে অটুট রেখে সামনে এগিয়ে চলতে হবে। জাতীয় যুব কমিশনের সম্পাদক ফাদার চেতন তার বার্তায় তরুণদের শুভেচ্ছা জানান, তাদের ভাল কাজের প্রশংসা করেন এবং তাদের অর্থপূর্ণ ভাবে দিনটি উদযাপন করতে বলেন। 

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারতের তরুণরা আগস্ট মাসে 'জাতীয় যুব দিবস' উদযাপন করবে। জাতীয় কার্যালয় আগস্টের দ্বিতীয় রবিবারকে 'জাতীয় যুব দিবস' রূপে  নির্ধারণ করে এবং ডায়োসিস যুব সম্প্রদায়  আগস্ট মাসের যেকোনো রবিবার এই দিনটি উদযাপন করার জন্য নির্বাচন করতে পারে।

Add new comment

12 + 2 =