Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ভারতের সিসিবিআই নিয়োগ দিলো শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সেবা এবং গণমাধ্যমের জন্য সমন্বয়কারী আধিকারিক
কনফারেন্স অফ ক্যাথলিক বিশপ অফ ইন্ডিয়ার (সিসিবিআই) পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা এবং গণমাধ্যমের জন্য সমন্বয়কারী আধিকারিক নিয়োগের প্রক্রিয়াকরণ করা হল।
গত ২০শে এবং ২১শে সেপ্টেম্বর ২০২১, অনুষ্ঠিত সিসিবিআই -এর ৮৭ তম নির্বাহী কমিটির বৈঠকে এই নিয়োগ প্রক্রিয়াকরণ করা হয়।
ফাদার যোসেফ মনিপদম, এসডিবি, যিনি বর্তমানে দক্ষিণ এশিয়ার, ইয়ুথ অ্যানিমেশনের শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়কারী আধিকারিক পদে রয়েছেন ডন বসকোতে, তাকে সিসিবিআই এর শিক্ষা বিভাগের সমন্বয়কারী আধিকারিক পদে নিযুক্ত করা হয়েছে। তিনি সিবিসিআই কার্যালয়ের শিক্ষা এবং সংস্কৃতির প্রাক্তন নির্বাহী সচিব ছিলেন। তিনি কলকাতার সেন্ট জন বস্কোর সালেসিয়ান সম্প্রদায়ের একজন পুরোহিত।
অন্ধ্রের কুদ্দাপার ডায়োসিস থেকে ডক্টর প্রকাশ সাগিলিকে নিযুক্ত করা হয়। তিনি সেন্ট জনস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস, বেঙ্গালুরু এবং ইউসিএস/ওয়াইএসএম এর জাতীয় পরিচালক।
বর্তমানে ঝাড়খণ্ড বিশপস কাউন্সিলের সমাজসেবামূলক কাজের আঞ্চলিক পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিপিন কুমার পানিকে সিসিবিআই সোশ্যাল এপোস্টোলেটের সমন্বয়কারী আধিকারিক পদে নিযুক্ত করা হয়। তিনি জামশেদপুর ডায়োসিসের অন্তর্গত এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ভুবনেশ্বর থেকে গ্রামীণ ব্যবস্থাপনায় নিয়ে এমবিএ এবং ফিলিপাইনের জেয়ার্স ইউনিভার্সিটি সিয়ারসোলিন থেকে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্টে ডিপ্লোমা করেছেন।
বেঙ্গালুরুর আর্চ ডায়োসিস থেকে মহামান্য ডক্টর সিরিল ভিক্টর জোসেফ, সিসিবিআই মিডিয়া অ্যাপোস্টোলেটের জন্য সমন্বয়কারী আধিকারিক পদে নিযুক্ত হয়েছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ কমিশনের সচিব এবং ব্যাঙ্গালোরের আর্চ ডায়োসিস, পলানা ভবনের পরিচালক।
তিনি রোমের পন্টিফিকাল ইউনিভার্সিটি অব দ্য হলি ক্রস থেকে ইনস্টিটিউশনাল কমিউনিকেশনে লাইসেন্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের আলাবামায় ইডব্লিউটিএন টিভির জন্য কাজ করেছেন।
নবনিযুক্ত সমন্বয়কারী আধিকারিকরা নিজ নিজ এলাকায় এবং ভারতের ল্যাটিন চার্চের ১৩২ টি ডায়োসিস এবং ধর্মীয় মণ্ডলীর সাথে সমন্বয় সাধনের কাজ করবেন। সিসিবিআই হল এশিয়ার সর্ববৃহৎ বিশপ সম্মেলন এবং সারা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ১৯০ জন বিশপ সদস্যদের নিয়ে।
এই এপিস্কোপাল সম্মেলনটি ভারতের ১৬ টি কমিশন এবং ৪টি বিভাগের মাধ্যমে গীর্জা ঘর গুলিকে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করবে।-তেরেজা রোজারিও
Add new comment