ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হলো রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের প্রথম গভর্নিং বোর্ড মিটিং

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের প্রথম গভর্নিং বোর্ড মিটিং

গত ২৫ শে জুন ২০২১ খ্রিস্টাব্দ, কলকাতার আর্চবিশপ হাউসে রিজিওনাল কমিশন ফর সোস্যাল কমিউনিকেশনের অঙ্গ রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের (পশ্চিমবঙ্গের) প্রথম গভর্নিং বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে।

এই গভর্নিং বোর্ড সভায় উপস্থিত ছিলেন কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা, বারুইপুর ডায়াসিসের বিশপ শ্যামল বোস,  ফাদার জর্জ পোন্নদ্যথ এসে.জে,  ফাদার রবিন গমেজ, শ্রী  সুনীল লুকাস,  শ্রীমতী চন্দনা রোজারিও ও সামাজিক যোগাযোগ কমিশনের সচিব ফাদার সৌমিত্র মাখাল।

প্রার্থনার মধ্যদিয়ে দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন রিজিওনাল কমিউনিকেশন ফর সোস্যাল কমিউনিকেশনের চেয়ারপার্শেন বারুইপুর ডায়াসিসের বিশপ শ্যামল বোস।

এরপর সভার প্রত্যেক সদস্য সংক্ষেপে নিজের পরিচয় দেন। তার পর সভার মূল অনুষ্ঠান পর্বে সোস্যাল কমিউনিকেশনের বর্তমান পরিস্থিতি, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের বর্তমান পরিস্থিতি ও কার্যকারিতা, ফাণ্ড সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা, বিশ্লেষণ ও মতামত খোলামনে ব্যক্ত করা হয়। এই অধিবেশনটি পরিচালনা করেন বিশপ শ্যামল বোস।

মহামান্য আর্চ বিশপ থমাস ডি'সুজা’র শেষ প্রার্থনা ও আর্শীবাদের মধ্যদিয়ে সভাটির সমাপ্তি করা হয়। এরপর সামাজিক যোগাযোগ কমিশনের সচিব ফাদার সৌমিত্র মাখাল সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।– শ্রীমতী চন্দনা রোজারিওর

Add new comment

1 + 0 =