ভাদুন সেন্টারে অনুষ্ঠিত হলো হলিক্রস ফ্যামিলি মিনিস্ট্রি’র বাৎসরিক পরিকল্পনা সভা

হলিক্রস ফ্যামিলি মিনিস্ট্রি’র টিম এর বাৎসরিক পরিকল্পনা সভা

গত ১২ ফেব্রুয়ারী ২০২১ খ্রিস্টাব্দে, হলিক্রস ফ্যামিলি মিনিস্ট্রি’র টিম এর বাৎসরিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হলো ভাদুন হলিক্রস সেন্টারে।

এই বাৎসরিক পরিকল্পনা সভায় বিভিন্ন ধর্মপ্রদেশে দায়িত্বপ্রাপ্ত প্রায় ২১জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভার শুরুতেই হলিক্রস ফ্যামিলি মিনিস্ট্রি’ বাংলাদেশ এর নতুন পরিচালক শ্রদ্ধেয় ফাদার রুবেন গমেজ, সিএসসি সকলকে শুভেচ্ছা জানান।

উক্ত সভায় পারিবারিক মূল্যবোধ এর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার জয়ন্ত গমেজ। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে আমরা দেখি খ্রীষ্টিয় পরিবারগুলোতে নানা ধরণের সমস্যা যার কারণে অনেক পরিবারই ভাঙ্গনের পথে। এই কঠিন বাস্তবতায় কুমারী মারিয়ার কাছে যেন আমরা আরও বেশি করে রোজারিমালা করি যেন শান্তি ও একতার পরিবার গড়ে তুলি।’

এরপর হলিক্রস ফ্যামিলি মিনিস্ট্রি’ আন্দোলন ও কার্যক্রম ’ এর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার রুবেন গমেজ, সিএসসি। তিনি বলেন, এই আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন ফাদার প্যাট্রিক পেইটন যিনি পরিবারে পরিবারে জপমালা প্রার্থনা করার জন্য মানুষকে উৎসাহিত করতেন।

‘ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’ টিম ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে আধ্যাত্মিক ও প্রেরণামূলক বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকে যার মূল লক্ষ্য হল প্রতিটি পরিবারে পরিবারে যেন খ্রিস্টবিশ্বাসীগণ রোজারি প্রার্থনা করার মধ্য দিয়ে পরিবারে শান্তি, একতা, মিলন ও ভালবাসায় জীবনযাপন করতে পারেন।

খ্রীষ্টযাগে হলিক্রস প্রভিন্সিয়াল ফাদার জেমস্ ক্রুজ, সিএসসি তার উপদেশ সহভাগিতায় বলেন, হলিক্রস ফ্যামিলি মিনিস্ট্রি’এর দায়িত্বপ্রাপ্ত আপনারা যারা দূরদূরান্ত থেকে এসেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সত্যিই এটি একটি বিশেষ সেবাকাজ আপনারা করে যাচ্ছেন।

আমরা সবাই জানি, রোজারিমালা প্রার্থনা আমাদের খ্রীষ্টিয় পরিবারে খুবই প্রচলিত একটি ভক্তিমূলক প্রার্থনা যার মধ্য দিয়ে আমরা কুমারী মারিয়ার কাছে সকল চাওয়া-পাওয়া নিবেদন করতে পারি আর মা আমাদের সবার প্রার্থনাই শোনেন ও পূরণ করেন।

মা মারিয়া আমাদের বিপদের সহায়তাকারিনী, দুঃখ-কষ্টে শান্তনাদায়িনী। তাই খ্রীষ্টিয় পরিবারে যেন এই প্রার্থনার প্রতি আরও বেশি ভক্তি বিশ্বাস বৃদ্ধি পায় সেজন্য আপনারা উৎসাহ দিবেন।-ফাদার সুরেশ পিউরীফিকেশন 

Add new comment

1 + 6 =