Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বড়দিন উপলক্ষে আর্চবিশপ মহোদয়ের বাণী
২০২০ খ্রিস্টবর্ষটি নানাভাবে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী বছর। বছরের শুরু থেকেই বিশ্বব্যাপি করোনাভাইরাসের সংক্রমনে গোটা বিশ্বই ছিল আতঙ্কগ্রস্থ। প্রায় ১৫ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে এবং ৬ কোটিরও বেশী মানুষ আক্রান্ত হয়েছে। প্রতিদিন এর সংখ্যা বাড়ছে। আবার এ সময়ে যে ভূ-প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখে সে যেন একটু শ্বাস-প্রশ্বাস নিতে পেরেছে এবং পরিশোধিত হয়েছে।
পুণ্যপিতা এ বছরটিকে “লাউদাতো সি” বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। এই বর্ষ পালনের উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের মাতৃস্বরূপ ধরিত্রী, সবার বসতবাটীকে আপন করে নেই ও বিশ্ব প্রকৃতির যত্ন করি। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন সবই উত্তম হয়েছে (আদি ১:৩১)।
মানুষের অতিমাত্রায় ভোগবাদী মনমানসিকতা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, লোভ-লালসা এবং উদাসিনতার কারণে সৃষ্টি-প্রকৃতি বন-বৃক্ষনিধন, বাতাসে অতিমাত্রায় কার্বন ডাই অক্সসাইড, বায়ু দুষণ, পানি দূষণ ও দুর্গন্ধময়জল, জলাবদ্ধতা, খাল-ডোবা নিশ্চিহ্ন হওয়া, শব্দ দূষণ, কালোধূয়া, জীব বৈচিত্র্য হ্রাস, বৈশি^ক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব গোটা মানবজাতি ও প্রকৃতিকে বিপর্যয় ও অকল্পনীয় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই ক্ষত-বিক্ষত ধরিত্রীও যেন প্রতিশোধ নিতে উদ্যত।
গোটা বিশ্বে ধনী-গরীবের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতি ও মানুষের এই দূরাবস্থার জন্য্য মানুষই দায়ী। এর প্রতিকারের জন্য মানুষকে বিবেকী সিদ্ধান্ত নিতে হবে। মানুষকে গণমঙ্গলের কথা চিন্তা করতে হবে।
২৫ ডিসেম্বর আমরা পালন করছি মানবজাতির মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের জন্মতিথি। তিনি এ জগতে এসেছিলেন মানবজাতিকে পাপ, অসত্য ও অন্যায় থেকে মুক্তি দিতে।
তিনি ঐশরাজ্যের সুখবর ঘোষণা করেছেন। তিনি সুস্থতা দান করেছেন অগনিত রোগাক্রান্ত নর-নারীকে। ভালবাসা, সেবা, ন্যায্যতা, ঈশ্বরের বিশ্বাস ও প্রতিবেশী প্রেমের উপর ভিত্তি করে তিনি নতুন মানবসমাজ গঠন করেছেন। যে সমাজে থাকবে মিলন, আনন্দ ও ভ্রাতৃত্ব।
বর্তমানে আমরা যে সময়টিতে বসবাস করছি তখন চারিদিকে দেখি হিংসা, রেষারেষি, স্বার্থপরতা, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি ও যুদ্ধ। সাথে যুক্ত হয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব, যিশুখ্রিস্টের আগমন বয়ে আনুক অনেক আশা, সুস্থতা, নতুন জীবন ও আনন্দ।
বিশ্ব মুক্ত হোক এই নিষ্ঠুর ভাইরাসের হাত থেকে। সমস্ত অসত্য, অন্ধকার, ভয়, মিথ্যা, অত্যাচার দূরিভূত হোক। মানুষ লাভ করুক প্রকুত সুখ ও শান্তি।
প্রভু যিশুর জন্মতিথি উপলক্ষে সবাইকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। প্রভু যিশুর আগমন আমাদের জীবনে বয়ে আনুক অনেক সুখ ও শান্তি।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই
ঢাকার আর্চবিশপ, বড়দিন - ২০২০
Add new comment