বিসিএসএম এর উদ্যোগে গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা

গত ২৮ মার্চ ২০২০ খ্রিস্টাব্দে, প্রথম লকডাউনে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়রে পরবিারে খাদ্য সহায়তা করার জন্য সন্টে যোসফেস বিসিএসএম ইউনিটের কলজে, বিশ্ব-বিদ্যালয়ে পড়ুয়া কয়কে জন প্রাক্তন ও বর্তমান সদস্য-সদস্যা মিলে নিজেদের উদ্যেগে খাদ্য বিতরনের কাজ শুরু করেন।   

খুলনার সন্টে যোসফেস বিসিএসএম ইউনটি শাখার প্রাক্তন সভাপতি ও উন্নয়ন র্কমী হউির্বাট সনি রত্ন বলনে, গত ৫ মাস যাবত আমরা এই কাজ অবিরামভাবে চালিয়ে যাচ্ছি ।

করোনার কারণে দেশ ব্যপ্তি লকডাউন চলাকালে আমরা লক্ষ্য করি, অনেক দরিদ্র পরিবারে গর্ভবতী মা আছে, কিন্তু পরিবারে আয় না থাকাতে তারা মৌলিক খাদ্য সংগ্রহ করতে পারছেনা। সেখানে গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। অধিকাংশ গর্ভবতী মা অপুষ্টিতে ভুগছে।

তাদের এই স্বাস্থ্য ঘারতি পুরন করার জন্য আমরা গত চার মাস যাবত পুষ্টিকর খাবার সরবারাহ করছি।

এ পর্যন্ত আমরা ৬০ জন হতদরিদ্র গর্ভবতী মাকে এই সেবা প্রদান করতে পেরেছি। আমি উপকারী বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই তাদের এই উদার সহায়তাদানের জন্য ।

Add new comment

4 + 2 =