বিশ্ব অভিবাসী ও শরণার্থী দিবস উপলক্ষে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও’র বাণী

বিশ্ব অভিবাসী ও শরণার্থী দিবস

গত ২৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দে,  মন্ডলীতে পালিত  হয়েছে  বিশ্ব অভিবাসী ও শরণার্থী দিবস।  এই দিবস উপলক্ষে পুণ্য পিতা পোপ মহোদয়ের আহ্বান হচ্ছে: এই পৃথিবীতে, অভিবাসী ও শরণার্থীরা যেন  "ওরা" বা "তারা" না থেকে , বরং সবাই মিলে আরো ব্যাপক ভাবে  "আমরা" হয়ে উঠি। 

বর্তমান জগতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়।  জীবনে বেঁচে থাকার জন্য,  জীবিকা নির্বাহের জন্য, শিক্ষালাভ ও আর্থিক উন্নয়নের জন্য এবং জীবনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এমনকি যারা আদিবাসী তারাও অভিবাসী হয়ে ওঠে। 

আবার অনেক মানুষ  যুদ্ধ ও সংঘাতের কারণে,  প্রাকৃতিক দুর্যোগের কারণে, অথবা মানুষের দ্বারা নির্যাতিত ও নিপীড়িত হয়ে, জোরপূর্বক  তাড়িত হয়ে, এক দেশ বা অঞ্চল থেকে অন্য দেশে বা অঞ্চলে  উদ্বাস্তু ও  শরণার্থী হয়ে যায় । 

পোপ মহোদয় বলেন, এই সমস্ত অভিবাসী ও শরণার্থীদেরকে সমাজে ও মন্ডলীতে আপন করে গ্রহণ করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, তাদের উন্নয়ন করতে হবে এবং তাদেরকে সমাজে ও মন্ডলীতে এক করে নিতে হবে। 

তাহলেই এক পৃথিবীটা সবাই মিলে এক জাতি হয়ে উঠবে এবং মণ্ডলীও আরো কাথলিক ও সার্বজনীন হয়ে উঠবে।  

তাই আজকের এই অধিবাসী ও শরণার্থী দিবসে আমাদের প্রার্থনা: আমাদের এই অভিন্ন পৃথিবীতে এবং এক মন্ডলীতে আমরা সবাই যেন ভাইবোন হয়ে বাস করতে পারি। 

কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও 

২৬/০৯/২০২১

Add new comment

14 + 6 =