বিশপ বিজয় এন. ডি’ক্রুজ বাংলাদেশ ক্যাথলিক বিশপস্ সম্মিলনীর নতুন সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ ক্যাথলিক বিশপস্ সম্মিলনী (সিবিসিবি) পেল নতুন সেক্রেটারি জেনারেল। গত ১৪ আগস্ট, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওমএমআই সিবিসিবির নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ।

চট্টগ্রামের আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি, সিবিসিবির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৩ জুলাই তাঁর মৃত্যুর পর থেকে এই পদটি শূন্য ছিলো।

বাংলাদেশ ক্যাথলিক বিশপস্ সম্মিলনীর সিদ্ধান্ত মোতাবেক বিশপ বিজয় এন. ডি’ক্রুজকে নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন করেছে। এর আগে বিশপ বিজয় সিবিসিবির ট্রেজারার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছিলেন।

সিবিসিবির সেক্রেটারি জেনারেল ভাটিকান ও অন্যান্য দেশের ক্যাথলিক বিশপ সম্মিলনীর সাথে অফিসিয়াল যোগাযোগ রক্ষা, আলোচনার প্রেক্ষিতে সিবিসিবির বিভিন্ন কমিশনের সেক্রেটারি নিয়োগ, সিবিসিবির বিভিন্ন সভার মিনিটস রক্ষণসহ মন্ডলীর সময়োপযোগী বিভিন্ন বিষয় আলোচনাসহ ক্যাথলিক মন্ডলীর গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন। 

আর্চবিশপ মজেস এম. কস্তা উল্লিখিত কার্যক্রমগুলো দক্ষতার সাথে করে আসছিলেন। এ ছাড়াও বিশপীয় উপাসনা ও প্রার্থনা কমিশন এবং বিশপীয় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান ছিলেন আর্চবিশপ মজেস।

সংশ্লিষ্ট কার্যক্রমগুলোর মধ্যে মধ্যে বিশপীয় উপাসনা ও প্রার্থনা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও এবং বিশপীয় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহের বিশপ পনেন পল কুবি সিএসসি।- ডিসিনিউজ 

Add new comment

4 + 2 =