বারমারীতে উদযাপিত হলো মা-মারীয়ার তীর্থ উৎসব

বারমারীতে মা-মারীয়ার তীর্থ উৎসব

গত ৩০ অক্টোবর, বারমারীতে প্রার্থনাময় পরিবেশে উদযাপিত হলো মা-মারীয়ার তীর্থ উৎসব। করোনার কারণে এবারে অল্প পরিসরে আমাদের এই তীর্থ উৎসব উদযাপন করা হলো।   

করোনার জন্য সরকারি বিধিনিষেধ মেনে নিয়ে প্রার্থনা অনুষ্ঠিত করতে হয়েছে তাই সকলকে অংশনেবার সুযোগ দেওয়া সম্ভব হয়নি। সরকারের কাছ থেকে মাএ পাঁচশত জনের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।

বিশপ পল পনেন বলেন, ”আমরা আমাদের অন্তরের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, প্রার্থনা ও ভালোবাসা জানাতে মায়ের নিকট এখানে সমেবেত হয়েছি। মা-মারীয়া ঈশ্বরের মাতা, যিশু খ্রিস্টের অনুগ্রহে যিনি আমাদের মাতা সেই মা মারীয়া আমাদের সাথে আছেন; আমাদের তীর্থ যাএায় তিনি আমাদের সাথে যাএা করছেন। তাই আমি বিশ্বাস করি, মা-মারীয়া আমাদের সকলের আশা পূর্ণ করবেন এবং আপনার মায়ের আশির্বাদ লাভ করবেন”।

তীর্থে অংগ্রহণকারী লিনুস বিশ্বাস বলেন, ”আমি একজন মারীয়ার ভক্ত আর এই তীর্থে এসে আমার মনে হলো আমি মা এর কোলে শান্তিতে বসে আছি। মায়ে’র কাছে প্রার্থনা করেছি আমার সুন্দর জীবনের জন্য”।

তীর্থে অংগ্রহণকারী মারীয়া  বলেন, ”প্রতি বছর আমি এই তীর্থ উৎসবে অংশগ্রহণ করি কারণ এখান আসলে আমি আমার অন্তরে প্রশান্তি অনুভব করি যা অন্য কোথাও গেলে আমি পাই না। পরিবেশটা খুবই সুন্দর। রোজারি মালা প্রার্থনা করা, গান করা, আলোর শোভাযাএা করে মনে শান্তি অনুভব করি। আর নিজের জন্য এবং গোটা বিশ্বের জন্য প্রার্থনা করি”।

গত বিশ বছর যাবত এখানে মারীয়ার তীর্থ উদযাপিত হচ্ছে। এ বছর মা মারীয়ার তীর্থে বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই হাজার তীর্থযাএী অংশগ্রহণ করেছে এবং মায়ের আর্শিবাদ লাভ করেছে।

Add new comment

8 + 1 =