বাক্ ও শ্রবণ প্রতিবন্ধি জোসেফ থার্মাডমের হলিক্রস সম্প্রদায়ে প্রথম ব্রত গ্রহণ

গত ২৫ মে, ২০২০ খ্রিস্টাব্দে  ইয়র্কাউড, তামিলনাড়ুতে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধি জোসেফ থার্মাডম হলিক্রস সম্প্রদায়ে প্রথম ব্রত গ্রহণ  করেন। জোসেফ থার্মাডম যিনি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী  সম্প্রদায়ের প্রথম ভারতীয় এই ব্রত গ্রহণ করেছেন।

জোসেফ, কেরালার এর্ণাকুলাম-অ্যাঙ্গামালির বাসিন্দা । তার পিতার নাম থমাস থার্মাডম ও মায়ের নাম রোজি থার্মাডম। জোসেফ মুম্বাইয়ে স্কুলে পড়াশুনা করেন । পরবর্তিতে তিনি যুক্তরাষ্ট্রের  Dominican Missionaries for the Deaf Apostolate এ দর্শন  ও ধর্ম তত্ব নিয়ে পড়াশোনা শেষ করে ভারতে ফিরে আসেন।

থার্মাডম ২০১৭ সালে দক্ষিন ভারতের আইমানাম হলিক্রস সম্প্রদায়ে যোগদান করেন, এবং পরে গত ২৫ মে ২০২০ সালে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাক্ ও শ্রবণ প্রতিবন্ধি হিসেবে হলিক্রস সম্প্রদায়ে প্রথম ব্রত গ্রহণ  করেন।

পালকীয় কার্যে অংশগ্রহনের জন্য তিনিই হলিক্রস সম্প্রদায়ে সর্বপ্রথম একজন বাক্ ও শ্রবণ প্রতিবন্ধি ভারতীয় ।

জোসেফ থার্মাডম যিনি অদূর ভবিষ্যতে পাক ভারত উপমহাদেশের প্রথম বাক্ ও শ্রবণ প্রতিবন্ধি হিসেবে ধর্মযাজক হতে যাচ্ছেন আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি। - ফাদার নিখিল গমেজ 

Add new comment

2 + 3 =