Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশ রাজশাহী ধর্মপ্রদেশের বেগুনবাড়ী গ্রামে মহাদূত গাব্রিয়েলের তীর্থোৎসব উদযাপন
রাজশাহী ধর্মপ্রদেশের বেনীদুয়ার ধর্মপল্লীর অন্তর্গত বেগুনবাড়ী গ্রামে ভাবগাম্ভির্যপূর্ণ পরিবেশে মহাদূত গাব্রিয়েলের তীর্থোৎসব উদযাপন করা হয়।
খ্রিস্টযাগের পূর্বে বিশপ মহোদয় ও ফাদারদেরকে গির্জার প্রবেশ পথের শুরু থেকে মুন্ডারী ও সান্তালী গান এবং নাচের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে গ্রামের পক্ষে তাদের ফুল ও মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তীর্থোৎসবের খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এছাড়া ৩ জন ফাদার, ৬ জন সিস্টার ও প্রায় ৬০০জন খ্রিস্টভক্তদের উপস্থিতিতে ভরপুর ছিল বেগুনবাড়ী গির্জা চত্তর।
তীর্থোৎসবের খ্রিস্টযাগের উপদেশে বিশপ তাঁর অভিজ্ঞতা ও মাণ্ডলিক শিক্ষা অনুসারে অত্যন্ত সুন্দরভাবে তীর্থের অর্থ ও করণীয় দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “তীর্থের প্রধান ও মূল উদ্দেশ্য হলো প্রার্থনা করার মধ্য দিয়ে পূণ্য লাভ করা। তাই এই তীর্থস্থানে সকলকে আসতে হবে আর প্রার্থনা করতে হবে নিজের এবং অন্যের পূণ্য ও মঙ্গল কামনা করে”।
একই সঙ্গে বিশপ মহোদয় তিনজন মহাদূতের কার্যক্রম ও আমাদের প্রতি তাদের কাজগুলো সম্পর্কে ব্যাখ্যা দান করেন। খ্রিস্টযাগের পরে গ্রামের কয়েকজনের সঙ্গে বিশপ মহোদয় ও ধর্মপল্লীর পাল-পুরোহিত ও সহকারী পুরোহিত এর সাথে বসেন এবং তীর্থভূমি উন্নয়ন সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা করেন।
এরপর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তদের দানসমূহ বিশপের হাতে তুলে দেন। অত:পর পাল-পুরোহিত ফাবিয়ান মারান্ডী বিশপ মহোদয় ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।– ফাদার বাপ্পী এন. ক্রুশ
Add new comment