Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশ ময়মনসিংহ শহরে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ
গত ২ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড এর উদ্যোগে ময়মনসিংহ শহরে পীরগাছা ও জলছত্র এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রথম বিতরণ করা হয় ময়মনসিংহের ভাটিকেশরস্থ কারিতাস ময়মনসিংহ অঞ্চল অফিস প্রাঙ্গণে। এই সময় উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাককো) লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও এবং আরো অনেকে।
৪২ টি পরিবারের মধ্যে এই খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয় আর এর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, লবণ ১ কেজি, সাবান ১টি ও মাস্ক ৫টি। এছাড়া পালক পুরোহিতদের জন্য দেওয়া হয়েছে মোট ১০ লিটার হ্যান্ড স্যানিটাইজার, ২৫টি পিপিই ও বেশ কিছু মাস্ক।
(কাককো) লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে বলেন, ‘প্রকৃতি বিনষ্ট করার কারণে পৃথিবীর মানুষ এখন অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করছে। এই পরিস্থিতিতে পৃথিবীর সকল মানুষের অসুবিধা হচ্ছে। ধনী গরিব সকলের আয় কমে গেছে। আপনারা যারা আজ সহযোগিতা পাচ্ছেন, তারা কোনো লজ্জ্বা বা সংকোচবোধ করবেন না। দেশের মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়ত্বি আপনাদের সহযোগিতা করা।’
একই দিন দুপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয় পীরগাছা ক্যাথলিক গির্জা প্রাঙ্গণে। এই সময় উপস্থিত ছিলেন পীরগাছা ধর্মপল্লীর পাল-পুরোহিত লরেন্স রিবেরু সিএসসি। তিনি এান সামগ্রীর জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এরপর পটিসিসিইউএল’র অফিসে কর্মকর্তাদের সাথে কাককোর ও ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ মতবিনিময় করেন ও ওইদিন বিকেলে জলছত্র এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
যারা এাণ পেয়েছেন তারা জানান, করোনা মহামারিতে তাদের আয় কমে গেছে, অনেকে বেকার থাকায় আয় নেই। কাককোর দেওয়া খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তাদের জন্য বেশ উপকারে আসবে।
Add new comment