Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশ কারিতাসের নতুন নির্বাহী পরিচালকের দায়িত্ব নিচ্ছেন রঞ্জন ফ্রান্সিস রোজারিও
কারিতাস বাংলাদেশের নতুন নির্বাহী পরিচালক হচ্ছেন রঞ্জন ফ্রান্সিস রোজারিও। তিনি আনুষ্ঠানিকভাবে ১ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ থেকে তাঁর নতুন দায়িত্ব পালন করা শুরু করবেন।
গত ১৪ আগস্ট বাংলাদেশ ক্যাথলিক বিশপস্ সম্মিলনীর প্রেসিডেন্ট ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি এই ঘোষণা দেন।
রঞ্জন ফ্রান্সিস রোজারিও কারিতাসের বিদায়ী নির্বাহী পরিচালক অতুল ফ্রান্সিস সরকারের স্থলাভিষিক্ত হবেন।
রঞ্জন ফ্রান্সিস রোজারিও অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বিশপগণ আমার ওপর আস্থা রেখেছেন, এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারিতাসের নির্বাহী পরিচালকের পদ ঈশ্বরের একটি আহ্বান। আমি এই দায়িত্ব সর্বোচ্চ দিয়ে পালন করবো।’
ক্যাথলিক বিশপদের সামাজিক উন্নয়ন সংস্থায় রয়েছে ৯০টির অধিক প্রকল্প, যেখানে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কাজ করছেন।
উনষাট বছর বয়সী রঞ্জনের জন্মস্থান সাভারের কমলাপুর গ্রামে।
তিনি কারিতাস বাংলাদেশে ১৯৯১ খ্রিষ্টাব্দ থেকে সেবা দিয়ে আসছেন। সর্বশেষ তিনি কারিতাসের পরিচালকের (প্রোগ্রাম) দায়িত্ব পালন করে আসছিলেন।
রঞ্জন ফ্রান্সিস রোজারিও ঢাকা ক্রেডিটের একজন উপদেষ্টা। নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ায় আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা রঞ্জন ফ্রান্সিস রোজারিওকে সমিতির ৪৩ হাজার সদস্যদের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি তিনি তাঁর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে কারিতাসকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। তাঁর জন্য রইলো আমাদের শুভ কামনা।’- সুমন কোড়াইয়া
Add new comment