বাংলাদেশ কাথলিক বিশপস সম্মিলনীর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

বিশপস সম্মিলনীর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

গত সপ্তাহে, বাংলাদেশ কাথলিক বিশপস সম্মিলনী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান এবং আম্রকানন পদব্রজে প্রদক্ষিণ করেন এবং লালন শাহের মাজার পরিদর্শন করেন।

কার্ডিনালসহ উপস্থিত বিশপগণ লালন শাহের বিভিন্ন গান এবং তাঁর জীবনাদর্শ, প্রেম, মানুষের প্রতি ভালোবাসার বিভিন্ন দৃষ্টান্ত আলোচনায় অংশ নেন। আর্চবিশপ আলোচনায় বলেন, আমাদের সকলের উচিত তাঁর জীবনাদর্শ অনুকরণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠনে একত্রে কাজ করা।

পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে খ্রিস্টের আদর্শ ও ভালোবাসা সবার কাছে পৌঁছে দিতে একযোগে কাজ করার আহ্বান এবং সৌহার্দপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে বিকালে কুষ্টিয়ার শিলায়দহে অবস্থিত বিশ^কবি রবিন্দ্রনাথ ঠাকুরের কুঁঠিবাড়ী পরিদর্শনের মাধ্যমে মিলন ও শান্তির এই তীর্থযাত্রার যবনিকা পাঠ হয়।

কার্ডিনাল, নব-নিযুক্ত আর্চবিশপ ও বিশপগণ বলেন, এই তিনদিনের তীর্থের সকল উদ্দেশ্যই পূর্ণতা পেয়েছে; এই শুভযাত্রার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা আগামীতে মাণ্ডলিক ভাল-কাজের অনুপ্রেরণা হবে।

বিশপগণ খুলনার বিশপ জেমস্ রমেন বৈরাগী এবং কারিতাসের সেবাকর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। খুলনার বিশপ জেমস্ রমেন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান। বিশপ মহোদয় আবারো সবাইকে খুলনা ধর্মপ্রদেশ পরিদর্শনের মাধ্যমে খ্রিস্টীয় বিশ্বাস বিস্তারে অংশগ্রহণের আহ্বান জানান।

পরিশেষে প্রার্থনায় সকলের সার্বিক মঙ্গল ও কল্যাণ এবং মণ্ডলীর সর্বাঙ্গীন অগ্রযাত্রা কামনার মধ্যদিয়ে অনবদ্য এই তীর্থযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

Add new comment

3 + 11 =