বাংলাদেশে রাজশাহীতে শিশু সুরক্ষা পলিসি বাস্তবায়নে কার্যক্রম শুরু

রাজশাহী ধর্মপ্রদের কাথিড্রাল ধর্মপল্লীর আওতাধীন মুক্তিদাতা হাইস্কুল ও এসএমসি সদস্য এবং ২টি শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষকগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শিশু সুরক্ষা পলিসি বাস্তবায়ন বিষয়ক শিক্ষক সেমিনার।

উক্ত শিক্ষক সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি, ফাদার পল গমেজ; রাজশাহী ধর্মপ্রদেশীয় শান্তি ও ন্যায় কমিশনের শিশু সুরক্ষা বিষয়ক ডেস্ক প্রধান ও মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্লাসিড পিটার রিবেরু এবং কারিতাস রাজশাহী অঞ্চলের শিক্ষা বিভাগের কর্মকর্তা মি. অসীম ক্রুশ।

এসএমসি সদস্য মি. মধু হেম্ব্রম বলেন, “আলোচনা থেকে বুঝা গেল শিশুদের সুরক্ষায় আমাদের বিশেষ যত্ন নেয়া প্রয়োজন, বর্তমানে আমরা যা করছি তা মোটেও শিশুদের সুরক্ষার পক্ষে যাচ্ছে না”।

মুক্তিদাতা হাইস্কুলের শিক্ষিকা মিসেস মনিকা বলেন, “শুধু শারীরিক নয়, মানষিক ও আবেগিক যত্নও শিশুদের নিতে হবে তা না হলে শিশুরা ভবিষ্যতে পথ ভ্রষ্ট হয়ে যেতে পারে”।

সেমিনারে বিদ্যালয়ে শিশু সুরক্ষা নিশ্চিতকরণে তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলি হলো যথাক্রমে: শিশু সুরক্ষা ব্যবস্থাপনা কমিটি, মনিটরিং কমিটি ও তদন্ত কমিটি।

বক্তারা বিষয়ভিত্তি কথা শেষে বলেন, “দ্রুত বিদ্যালয়ে শিশুদের সুরক্ষায় গঠিত কমিটির মাঝে সুস্পষ্ট দায়িত্ব বন্টন করে কার্যক্রম শুরু করা হবে। এজন্য সকল পর্যায়ে সার্বিক সহযোগিতা প্রয়োজন”।

 

 

Add new comment

8 + 3 =