Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশে খ্রিষ্টান লেখক-সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
গত ১৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, ঢাকা ক্রেডিটের বি.কে গুড কনফারেন্স হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুখপত্র “পরিষদ বার্তার” আয়োজনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও ঢাকা ক্রেডিটের সহযোগিতায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক এবং মূলবক্তা হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য ও পরিষদ বার্তার সম্পাদক বাসুদেব ধর উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘খ্রিষ্টানরা দেশে স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধেও খ্রিষ্টানদের অবদান অনস্বীকার্য। আমাদের রাষ্ট্রের কাছে প্রত্যাশাগুলো কী? আমরা যে আশায় মুক্তিযুদ্ধ করেছি, সেই গণতন্ত্র বা অধিকার ভোগের জায়গাটা ঠিক আছে কিনা, তা আমাদের দেখতে হবে। আমাদের তা বলতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে।’
এখানে অনেক লেখক-সাংবাদিক রয়েছেন। আপনারা বিভিন্ন বার্তা লেখালেখির মাধ্যমে রাষ্ট্রের কাছে পৌঁছে দিবেন। আপনাদেরই সবাইকে জাগ্রত করে তুলতে হবে। লেখক-সাংবাদিকদের লেখনির মাধ্যমেই কিন্তু নেত্রা-নেত্রীরা প্রভাবিত হয়।
আপনাদের সৃজনশীল চিন্তাভাবনাই সাধারণ মানুষকে এগিয়ে নিতে সাহায্য করবে। মূলত যে সমাজে লেখক- বুদ্ধিজীবী নেই, সেই সমাজের মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে না। আপনারা হলেন সমাজের দর্পন’ বলেন বক্তারা।
তারা আরও বলেন, বাংলাদেশে সাংস্কৃতিক চর্চার প্রকাশ থাকলে তার ঐতিহাসিক স্বীকৃতি থাকে। তাই আমাদের লেখনির মাধ্যমে ঐতিহ্যের স্বীকৃতি প্রতিষ্ঠা করতে হবে। আশির দশকে সামরিক সরকারের সময় সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে রাষ্ট্রধর্ম বানানো হয়েছে। এতে মুক্তিযুদ্ধের মূলনীতি থেকে দেশ অনেকাংশই সরে এসেছে।
ফলে সহজেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে। সুতরাং আমাদের সাহসিকতার সাথে লেখনি দিয়ে এর প্রতিবাদ করতে হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ‘পরিষদ বার্তা’ আপনাদের মুক্ত চিন্তার একটি প্ল্যাটফর্ম। আপনারা এখানে মুক্তচিন্তার মাধ্যমে লিখবেন। আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়েই সবকিছু মোকাবেলা করতে হবে।
এ দিন উপস্থিত লেখক-সাংবাদিকরা মুক্তালোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত উল্লেখ করেন এবং নিজস্ব মুক্তচিন্তায় লেখনির মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, লেখক ওগবেষক সঞ্জীব দ্রং, খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার আগষ্টিন বুলবুল রিবেরু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক প্যাট্রিক ডি’কস্তা, পরিমল পালমা, রাফায়েল পালমা, ভিক্টর কে রোজারিও, মিঠুন রাকমাস, ফারুক সাংমা, লেখক রঞ্জনা বিশ্বাস, লরেন্স রানা, দিপালী এম গমেজসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের মিডিয়া এন্ড পাবলিকেশন বিভাগের সহকারী ম্যানেজার-ইনচার্জ ও পরিষদ বার্তার সম্পাদকীয় বোর্ডের সদস্য সুমন কোড়াইয়া।
Add new comment