Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৬ শতাংশই তরুণ
Monday, May 04, 2020
করোনাভাইরাসরে মহামারীর মধ্যে বাংলাদেশে এ র্পযন্ত যাদরে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ছে, তাদরে একটি বড় অংশ বয়সে তরুণ। সরকাররে রোগতত্ত্ব, রোগ নয়িন্ত্রণ ও গবষেণা ইনস্টটিউিট- আইইডিসিআরের তথ্য বলছে আক্রান্তদরে মধ্যে ২৬ শতাংশই ২১ থেকে ৩০ বছর বয়সী। তরুণদরে মধ্যে আক্রান্ত হওয়ার ‘আশঙ্কাজনক’ এই হাররে পিছনে তাদরে সামাজকি দূরত্ব না মানার প্রবণতাকইে ‘বড়’ কারণ হিসেবে দখেছনে বশিষেজ্ঞরা। লকডাউন মানছে না, ঘোরাফরো করছে হয়ত এটা একটা কারণ। তাই বিশষেজ্ঞরা বলছনে করোনাভাইরাসের সংক্রামন ঠকোতে গুরুত্বর্পূন ভূমকিা রাখতে পাবে যুবসমাজ।
Add new comment