Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশের প্রথম ভাতিকান রাষ্ট্রদূত কার্ডিনাল এডোয়ার্ড ক্যাসেডি ’র মহাপ্রয়াণ
গত ১০ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ, স্বাধীন বাংলাদেশের প্রথম ভাতিকান রাষ্ট্রদূত (১৯৭৩-১৯৭৯) মহামান্য কার্ডিনাল এডোয়ার্ড ক্যাসেডি অস্ট্রেলিয়ার নিউক্যাসলে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর।
কার্ডিনাল এডোয়ার্ড ক্যাসেডি ’র জন্ম সিডনিতে ৫ জুলাই ১৯২৪ সালে। তিনি ১৯৪৯ সালে পুরোহিত হন। পরে তিনি রোমের পন্টিফিকাল ল্যাটরান বিশ্ববিদ্যালয়ে ক্যানন ল (আইন বিষয়ক) অধ্যয়নের পরে ১৯৫৩ সালে তিনি পন্টিফিকাল একলিসিয়াস্টিকাল একাডেমিতে প্রবেশ করেন।
তিনি সেন্ট জন পল দ্বিতীয় দ্বারা ১৯৮৮ সালে ভাতকিান রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। আর তিনি স্বাধীন বাংলাদশেরে প্রথম ভাতকিান রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ৭ বছর বাংলাদেশের ভাতকিান রাষ্ট্রদূত হিসেবে তাঁর পালকীয় সেবা দিয়েছেন।
ঈশ্বর তার আত্মার চিরশান্তি দান করুন। একই সাথে আমরা তাঁর আত্নার স্বর্গীয় চিরশান্তি কামনা করি।
Add new comment