Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশের উওর অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি
Wednesday, July 29, 2020
গত কয়েকদিনে ভারি বর্ষনের কারণে দেশের উওর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে।
আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় প্রদেশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই ভারি বর্ষণ শুরু হতে পারে।
তাই দেশের উওর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বাড়তে থাকে। ফলে মানুষের ভুগান্তি বেড়ে যাচ্ছে।
অপর দিকে জানা যায় যে, গঙ্গা নদীর পানি সমতল থেকে বাড়ছে। ফলে ঢাকার আশপাশের নদ-নদীর পানিও বাড়ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৪টির পানি কমেছে, বেড়েছে ৩৭টির। এখনো বিপৎসীমার ওপরে স্টেশনের সংখ্যা ৩০টি এবং নদীর সংখ্যা ২০টি।
Add new comment