Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশের অকৃত্তিম বন্ধু মুক্তিযোদ্ধা ফাদার হোমরিক, সিএসসি করোনায় আক্রান্ত
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও হলিক্রশ ফাদার হোমরিক পীরগাছা ধর্মপল্লী তথা আবিমা অঞ্চলের গারো মান্দিসহ সবার প্রাণপ্রিয় ধর্মগুরু ও পিতৃতুল্য । ফা. হোমরিক ছিলেন এ বাংলার অতি আপন মানুষ।
ফাদার ইউজিন হোমরিক, সিএসসি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তার ঘরে আশ্রয় দিয়েছেন। আহত মুক্তিযোদ্ধাদের তিনি নিজেই সেবা দিতেন। এছাড়াও সেই সময়ে জলছত্রের গ্রামের গারো আদিবাসীদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কয়েক হাজার হিন্দু ভাইবোনদের। বিদেশী হয়েও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিলো অনেক। তাই বাংলাদেশ সরকারে কাছ থেকে পেয়েছেন মুক্তিযুদ্ধের সনদ, পেয়েছেন মুক্তিযোদ্ধার সম্মাননা।
মানবসেবী ইউজিন ই. হোমরিকের জন্ম ১৯২৮ সালের ৮ ডিসেম্বর মাসে। যাজকীয় ব্রত গ্রহণ করেই ১৯৫৫ সালে বাংলাদেশে আসে। তৎকালীন নটর ডেম কলেজের বাংলার অধ্যাপক মিয়া মোহাম্মদ আবদুল হামিদের কাছে বাংলা ভাষার পাঠ নেন।
১৯৫৬ - ১৯৫৯ সাল এই ৩ বছর ঢাকার নবাবগঞ্জের গোল্লা ধর্মপল্লীতে কাজ করেন এবং পরে ময়মনসিংহ শহর ও হালুয়াঘাটে বদলি হন।
কিন্তু ৯ মাস পরই হালুয়াঘাটে বিড়ইডাকুনি থেকে ১৯৬০ সালে চলে আসেন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে। মান্দি জনগোষ্ঠীর সাথে কাজ করে গিয়ে তিনি উপলব্ধি করেন, দারিদ্র্যই গারো আদিবাসীদের নিত্যসঙ্গী।
তিনি পিছিয়ে থাকা এই মান্দি জনগোষ্ঠীর উন্নয়নের জন্য গড়ে তোলেন ৩৩টি প্রাথমিক বিদ্যালয়। জলছত্র এলাকায় প্রতিষ্ঠা করেন কর্পোস খ্রিস্টি উচ্চ বিদ্যালয় এবং পীরগাছায় প্রতিষ্ঠা করেন সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়।
পবিত্র ক্রুশ সংঘের ফাদারদের সুপিরিয়র ফাদার জেমস ক্রুশ সিএসসি ডিসিনিউজের এক সংবাদে বলেন,‘আমরা আজ খবর পেয়েছি ফাদার হোমরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর বয়স এখন ৯২ বছর। তাই শরীরিকভাবে তিনি আশঙ্কাজনক অবস্থানে আছেন।’ তাঁর সুস্থতা কামনা করে সকলের নিকট প্রার্থনার আহ্বান করেছেন সুপিরিয়র ফাদার জেমস ক্রুশ।
উল্লেখ্য, ২০১৬ খ্রিস্টাব্দে আগস্ট মাসে বাংলাদেশের ময়মনসিংহ-টাঙ্গাইল অঞ্চলে ৬০ বছরেরও অধিক সময় ধরে প্রৈরিতিক কাজ করে যাওয়া ফাদার হোমরিক, সিএসসি নিজ দেশ আমেরিকাতে চলে যান। - রিপন আব্রহাম টলেন্টিনু
Add new comment