বরিশাল ধর্মপ্রদেশে খ্রিষ্টের বাণী প্রচারের লক্ষ্যে ঐহিত্যবাহী পালা গানের পুনরুদ্ধার

বরিশাল কাথলিক ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের উদ্যোগে এই বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে ফিরে পাওয়ার জন্য ক্যাথিড্রাল ধর্মপল্লীর হলরুমে ‘পালা গান’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।

বরিশাল অঞ্চলের ঐহিত্যবাহী ‘পালা গান’ বিভিন্ন ধর্মীয় ও পর্বীয় অনুষ্ঠানে মঞ্চস্থ ক’রে খ্রিষ্টের বাণী প্রচারের লক্ষ্যে এই আয়োজন।

দক্ষিণ বাংলার বরিশাল অঞ্চলের মানুষের জীবন আর গান যেন এক সুত্রে গাঁথা। পালা-কীর্তণ-যাত্রা, সেবক সঙ্গীত, বড় সভা এই অঞ্চলের মানুষের চিত্ত-বিনোদন, আনন্দোৎসব, তথা মিলন-মেলার গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম। আধুনিকতার ছোঁয়ায় আজ তা অনেকটা বিলুপ্ত হওয়ার পথে।

পবিত্র বাইবেলে বর্ণিত বিভিন্ন ঘটনা ও শিক্ষা, কুমারী মারীয়ার জীবন, সাধু-সাধ্বীদের জীবন চরিত এবং বিভিন্ন সাক্রামেন্ত সম্বন্ধে পালা গান রচনা ও মঞ্চস্থ করাই কর্মশালার মূল উদ্দেশ্য।

বরিশাল ডাইওসিসের বিভিন্ন ধর্মপল্লী থেকে ৬৫ জন কাথলিক শিল্পীকে একত্রিত করে ৮টি ঐহিত্যবাহী পালা গান মঞ্চস্থ করা হয়। উপস্থিত অনেকে পালা গানের সাথে নিজের পূর্ব সম্পৃক্ততার জীবন সাক্ষ্য ও অনুপ্রেরণামূলক সহভাগিতায় অংশগ্রহণকারী সকলে শক্তি, সাহস, মনোবল, উৎসাহ পান এবং নতুন উদ্যোমে বিলুপ্তপ্রায় পালা গান পুনরুদ্ধারের পৃষ্ঠপোষকতা খুঁজে পান।- ফাদার অনল টেরেন্স ডি’কস্তা, সিএসসি ।

Add new comment

5 + 0 =