বনপাড়া ধর্মপল্লীর অধীনস্থ কালিকাপুর গ্রামে শিশুমঙ্গল দিবস উদযাপন

কালিকাপুর গ্রামে শিশুমঙ্গল দিবস উদযাপন

গত ১১ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ, বনপাড়া ধর্মপল্লীর অধীনস্থ কালিকাপুর গ্রামে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল দিবস।

“শিশুরাই যীশুর পরম প্রীতিভাজন” এই মূলসুরের উপর ভিত্তি করে দিবসটি উদযাপন করা হয়। ছোট ছোট শিশুদের নিয়ে প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শ্রদ্ধেয় ফাদার শৈবাল রোজারিও তার সহভাগিতায় শিশুদের বিষয়ে বলেন, “শিশুরা যীশুর অতি আপনজন। শিশুরা নির্মল ও পবিত্র। তারা আমাদের ভবিষ্যৎ। তাই শিশুদের যত্ন ও সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের মানুষের মতো মানুষরূপে গড়ে তুলতে পারলে তারা পরিবার, সমাজ, মণ্ডলী ও দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে।”

ফাদার পিউস গমেজ বলেন, “শিশুরাই হল আগামী দিনের কর্ণধার। প্রত্যেক শিশুর মন পবিত্র, সহজ, সরল। তাদেরকে ছোট বেলা থেকে যেভাবে গড়ে তোলা হবে তারা সেভাবেই গড়ে উঠবে, এমিমেটর ও অভিবাভকদের প্রতি আমার আহ্বান শিশুদের প্রতি যেন আমরা আরও যত্নশীল হই, ভালবাসা ও স্নেহ দিয়ে গড়ে তুলি।”

শিশুদের এমিমেটর মিসেস ডালিয়া বলেন, “শিশুদের সাথে কাজ করতে গিয়ে আমিও অনেক কিছু শিখছি। তারা কিভাবে পরস্পরের প্রতি ভালবাসা দেখায় ও সাহায্য করে। আমি শিশুদের গঠন দানের এই কাজে অনেক আনন্দও পাই কারণ তারা সবসময়ই আনন্দ প্রিয়।”

শিশুদের সক্রিয় অংশগ্রহণে শিশুদের জন্য বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়াও শিশুদের জন্য ছিলো বিভিন্ন প্রতিযোগিতা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যদিয়ে দিবসটি হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এর পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করার পাশাপাশি শিশু এনিমেটরসহ সবাইকে সান্ত¦না পুরষ্কার প্রদান করা হয়। অন্যদিকে গ্রাম প্রধান মি: ক্লেমেন্ট পিরিছ শিশু এনিমেটরদের সুন্দর সেবামূলক কাজের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।- ফাদার সুরেশ পিউরিফিকেশন

 

Add new comment

12 + 3 =