Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
প্রয়াত মিশনারি ফাদার যোসেফ পিশাতো, সিএসসি’র শোক ও স্মরণ সভা
গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে, বাংলাদেশ নটর ডেম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রয়াত মিশনারি ফাদার যোসেফ পিশোতোকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থী সহকর্মীরা।
এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই, অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, বাংলাদেশের হলিক্রস ফাদারদের প্রভিন্সিয়াল ফাদার জেমস ক্রুশ, ফাদার ফ্রাঙ্ক কুইলিভান সিএসসি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশন ও প্রোগ্রাম কোয়ালিটির সিনিয়র ডিরেক্টর চন্দন গমেজ, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নকরেট প্রমুখ।
ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই বলেন, ‘আমি সেমিনারীয়ান হিসেবে ফাদার পিশোতোর সুশিক্ষা পেয়েছি। তিনি চাইতেন আমরা লাইব্রেরিতে বেশি সময় থাকি, বেশি বই পড়ি। নটর ডেমে পড়ার সময় আমি সব চেয়ে বেশি বই পড়েছি। এর পেছনে ফাদার পিশোতোর প্রেরণা ছিলো।’
আর্চবিশপ আরো বলেন, ফাদার পিশোতো ছিলেন একজন মহান ব্যক্তি। তাঁর আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি।
মি. পংকজ গিলবার্ট কস্তা তাঁর কলেজ জীবনের অধ্যক্ষ ফাদার যোসেফ এস. পিশোতোর কথা স্মরণ করে বলেন, ‘তিনি আমার গর্ব। তিনি দেশ ও সমাজের জন্য গর্বের। তিনি মরেও অমর হয়ে থাকবেন তাঁর শিক্ষা সেবার জন্য।’
মি. নির্মল রোজারিও বলেন, ‘ফাদার যোসেফ এস. পিশোতোর মৃত্যুর মধ্য দিয়ে আমি নিজে একজন অভিভাবককে হারিয়েছে। আজকে আমি নির্মল রোজারিও হয়েছি ফাদার পিশোতোর অবদানের জন্য।’
তিনি তাঁর সারা জীবন এই দেশের জন্য ব্যয় করেছেন, আমরা তাঁর জীবনাহ্বানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। তিনি একজন আদর্শ মিশনারি ছিলেন। তিনি যেকোনো কাজ করতে প্রস্তুত ছিলেন। যেকোনো দায়িত্ব তাঁকে দেওয়া হতো না কেন, তিনি বাধ্যতা ও নম্রতার সাথে সেই দায়িত্ব পালন করেছেন।
আমরা তার আত্নার চির শান্তি কামনা করি।
Add new comment