প্রয়াত হলেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়

আজ ৩১ আগস্ট ২০২০, প্রয়াত হলেন প্রণব কুমার মুখোপাধ্যায়। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

তাঁর জন্ম অধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে। বিভিন্ন সময়ে ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের অর্থমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় সমস্যা-সমাধানকারী নেতা।

ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি সাক্ষরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দলের প্রতি আনুগত্য ও অসামান্য প্রজ্ঞা এই বাঙালি রাজনীতিবিদকে কংগ্রেস দলে ও এমনকি দলের বাইরেও বিশেষ শ্রদ্ধার পাত্র করেছে। দেশের প্রতি অবদানের জন্য তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ ও শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত করা হয়েছে। 

তাঁর মৃত্যুতে ভারত এক মহান রাজনীতিবিদকে হারালো l ভারতের মানুষ আজ শোকাহত l তাঁর আত্মার চির শান্তি কামনা করি l

Add new comment

10 + 5 =