পোপ ফ্রান্সিস করোনা মোকাবেলা পুরোহিতদেরকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান

পোপ ফ্রান্সিস যাজকদের অনুরোধ করেন তারা যেন অসুস্থ ব্যক্তিদের দেখতে যাওয়া ও অন্যান্য সেচ্ছাসেবীদের সহযোগীতা করা এবং নিজেদের ও অন্যান্যদেরকেও সুরক্ষিত রাখার জন্য অগ্রনী ভূমিকা পালন করেন। পোপ ফ্রান্সিস তাঁর দৈনন্দিন সকালে খ্রীষ্টযাগের এক সরাসরি সম্প্রচারের অনুষ্ঠানের সময় করোনা ভাইরাসে আক্রান্ত অসুস্থ ব্যাক্তিদের ও স্বাস্থ্যসেবীদের জন্য বিশেষ প্রার্থনা করেন। তিনি গত ১০ মার্চ ‘ডমাস সান্তকে মার্থেই’ চ্যাপেলে উক্ত খ্রীষ্টযাগের সময় বলেন- “ আসুন আমরা প্রভুর কাছে আমাদের যাজকদের জন্য প্রার্থনা করি তাঁরা যেন মঙ্গলবাণীর শক্তিতে ও খ্রীষ্টযাগের মাধ্যমে আরও সাহসিকতার সাথে অসুস্থ ব্যক্তিদের কাছে যেতে পারেন এবং স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সাথে একযোগে কাজ করে যেতে পারেন।” ভ্যাটিকান প্রেস হলের পরিচালক মাত্তিও ব্রুনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিখিত প্রতিক্রিয়ায় বলেছেন “ইটালিয়ান কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত স্বাস্থ্য নীতিমালার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপ যাজকদের করনীয় সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করেছেন।” উল্লেখ্য যে, গত ১০ মার্চ ২০২০, পোপ ফ্রান্সিস তাঁর ভ্যাটিকান বাসভবন এর ‘ডমাস সান্তকে মার্থেই’ চ্যাপেলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুকি এড়াতে এই সপ্তাহে ২য় বারের মত একা খ্রীষ্টযাগ উদ্যাপন করেছেন।

Add new comment

7 + 0 =