পোপ ফ্রান্সিস আসিসিতে ‘সকল ভ্রাতা’ নামক সর্বজনীন পত্রে স্বাক্ষর করেন

Photo Credit to Owner

গত ৩ অক্টোবর পোপ ফ্রান্সিস ইতালির আসিসি পরিদর্শনে যান এবং ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধুত্বের ওপর ‘সকল ভ্রাতা’ ((Fratelli tutti  বা All Brothers) নামক সর্বজনীন পত্রটি স্বাক্ষর করেন।

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস গত ৩ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দে, দুপুরের মধ্যে আসিসিতে আসেন এবং আসিসির সাধু ফ্রান্সিসের কবরে খ্রিস্টযাগ উৎসর্গ করেন। খ্রিস্টযাগের পরপরই তিনি ‘সকল ভ্রাতা’ নামক সর্বজনীন পত্রে স্বাক্ষর করেন।

পোপ মহোদয়ের এই পরিদর্শন ও অন্যান্য ক্রিয়া জনগণের অংশগ্রহণ ছাড়াই হয়েছে। আসিসির বিশপ দমেনিকো সরেনন্তিনো বলেন, আসিসি শহর আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে পোপের পরিদর্শনের জন্য অপেক্ষা করেছিলাম তা আজ পুরন হলো”।

বিশপ দমেনিকো বলেন, মহামারীর কারণে বিশ্বের অনেকের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে, তবে ব্যথা বেদনায় একজন আরেকজনের ভাই হয়েছি। তবে ভালবাসার কারণেই আমরা একজন আরেকজনকে ভাই বলে অনুভব করি। পোপ মহোদয়ের আগমন আমাদেরকে সকলকে নতুনভাবে উৎসাহ ও শক্তি দিয়েছে একতাবদ্ধভাবে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে”।

পোপ মহোদয়ের নতুন সর্বজনীন পত্রের শিরোনাম ‘সকল ভ্রাতা’ তার শিক্ষার কেন্দ্রীয় বিষয়টি স্মরণ করিয়ে দেয়। ১৩ মার্চ ২০১৩ খ্রিস্টাব্দে পোপ হিসেবে নির্বাচনের পর পোপ ফ্রান্সিস সকল জনতাকে “ভাই” বলে স্বাগত-সম্ভাষণ জানিয়েছিলেন। অভিবাসী-উদ্বাস্তুদের ভাই বলে আলিঙ্গণ করছেন সবসময়।

আর ২০১৯ খ্রিস্টাব্দে আবুধাবী পরিদর্শনে ‘মানব ভ্রাতৃত্ব’ নামক দলিলে স্বাক্ষর করেন। এই সবকিছুইে প্রকাশ করে পোপ ফ্রান্সিস তাঁর শিক্ষাতে ভাই বা ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ জোর দেন।

 

Add new comment

11 + 9 =