পবিত্র ক্রুশ প্রার্থীগৃহে সাধু ব্রাদার আন্দ্রে ব্যাসেটের পর্বীয় উৎসব উদযাপন

সাধু ব্রাদার আন্দ্রে ব্যাসেট, ছবি: সংগৃহীত

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারগণ ‘সাধু ব্রাদার আন্দ্রে ব্যাসেটের পর্বীয় উৎসব উদযাপন করলেন পবিত্র ক্রুশ প্রার্থীগৃহ, নারিন্দায়।

করোনা মহামারির কারণে অল্প মানুষের আয়োজনে এই অনুষ্টান করা হয়। শ্রদ্ধেয় ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি সাধু যোসেফ সংঘের প্রদেশপাল, শ্রদ্ধেয়া সিস্টার ভায়োলেট রড্রিক্স, সিএসসি , সিস্টারদের সম্বনয়কারী এবং শ্রদ্ধেয় ফাদার জেমস্ কেøমেন্ট ক্রুশ, সিএসসি পবিত্র যীশু হ¦দয় সংঘের প্রদেশপাল সহ আরও কিছু সংক্ষক ফাদার সিস্টার ও ব্রাদারদের উপস্থিতে অনুষ্ঠানটি তাৎপর্যমন্ডিত হযে উঠে।

বিশেষ প্রার্থনা অনুষ্টানের মাধ্যমে পর্বীয় অনুষ্ঠান আরম্ভ হয়। এর পর শ্রদ্ধেয় ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ, সিএসসি, ব্রাদার আন্দ্রের জীবনের উপর সহভাগিতা করেন।

সহভাগিতা শেষে, উপস্থিত সকলে শোভাযাত্রার মাধ্যমে পবিত্র খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন। শ্রদ্ধেয় ফাদার ভিনসেন্ট বিমল রোজারিও, সিএসসি পবিত্র খ্রীষ্টযাগটি উৎসর্গ করেন।

এর পর পরই প্রার্থীগণ এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। পর্বীয় নাচ-গানে দিনটি আরও অর্থপূর্ণ হয়ে উঠে। সাধু যোসেফের প্রতি সাধু ব্রাদার আন্দ্রে ব্যাসেটের ভক্তি ও বিশ্বাসকে কেন্দ্র করে প্রার্থীগণ একটি নাটিকাও মঞ্চস্থ করেন।

পরিশেষে আগত অতিথিদের প্রতি পবিত্র ক্রুশ প্রার্থীগৃহের পরিচালক শ্রদ্বেয় ব্রাদার চয়ন ভিক্টর কোড়াইয়া, সিএসসি এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।-মাইকেল মধু মাডী

Add new comment

9 + 4 =