নতুন বিধি-নিষেধকে সঙ্গে নিয়ে ভারতে খুলছে বাজারহাট, অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান

করোনা মহামারী মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে স্তব্ধ করে দেওয়ার হাজার চেষ্টা করলেও মানুষকে সে পরাজিত করতে পারেনি। আজ মানুষ করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে কিভাবে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসা যায় তা রপ্ত করে নিয়েছে।

তাই আরো একটি লকডাউন শেষ হবার পর মানুষ আবার তার স্বাভাবিক অপরাজেয় মনোভাব ও ছন্দে ফিরে এসেছে নতুন নিয়ম, নতুন বিধি-নিষেধকে সঙ্গে নিয়ে। খুলছে বাজারহাট, মল, অফিস,  বাস এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলি। 

আমাদের মহামান্য ধর্মপাল মাননীয় আর্চ বিশপ টমাস ডিসুজা মহাশয় কোভিড প্রোটোকল মেনে কলকাতা ধর্মপ্রদেশের সকল গির্জা ঘরগুলি খোলার অনুমতি দান করেছেন  নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করে।

১. রবিবাসরীয় খ্রীষ্টযাগে ৫০ জনের অধিক এবং সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ২০ জনের অধিক অংশগ্রহণ করতে পারবেন না।

২. সরকারি কোভিড প্রোটোকল অনুযায়ী ছয়      ফুট দূরত্ব বজায় রাখা, নাক ও মুখ ঢেকে মাস্ক পরা অপরিহার্য। এছাড়া সময় সময় গির্জাঘর, পুরোহিতগণ ও সকল খ্রীষ্টভক্তদের জন্য উপযুক্ত স্যানিটাইজেশন এর ব্যবস্থাও করতে হবে।

৩. আঠারো বছর ও তার ঊর্ধ্বে সকল ধর্ম পল্লীবাসীগণ , যারা অন্তত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তারা পবিত্র খ্রীষ্টযাগে ও পবিত্র স্যাক্রামেন্টের আরাধনায় অংশগ্রহণ করতে পারবেন। মহামান্য ধর্মপাল সকল ধর্ম পল্লীবাসীকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।

এখানে উল্লেখ্য যদি কোন ধর্ম পল্লীবাসীর ভ্যাকসিন নিতে কোন রকম অসুবিধা হয় তাহলে তিনি দয়া করে ফাদার মাইকেল সন্দীপ বিশ্বাস এর সঙ্গে যোগাযোগ করতে পারেন(9038094004)।

৪. ব্যাপ্টিজম, বিবাহ এবং মৃত ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে ২০জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।

৫. পাপ স্বীকার ও রোগী লেপন অনুষ্ঠানগুলির জন্য পূর্বনির্ধারিত নির্দেশাবলী অনুসরণ করতে বলা হয়েছে।

সর্বোপরি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রয়োজনীয় নির্দেশাবলী, প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে আর্চ বিশপ হাউস থেকে প্রদান করা হবে।

Add new comment

14 + 0 =