Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
নতুন করে ঘূর্ণিঝড়ের গুজবে কাঁটা বঙ্গবাসী
উম্পুনের ঘা কবে শুকোবে, তার ঠিক নেই। এর মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের গুজবে কাঁটা বঙ্গবাসী। সন্ত্রস্ত মানুষকে আশ্বস্ত করে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোথাওই ঝড়ের আভাস নেই। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আশঙ্কাও কিছুটা কম। নেই তাপপ্রবাহের ইঙ্গিতও।
বিপত্তি বেড়েছে ঘূর্ণিঝড়ের নামের নতুন তালিকা নিয়ে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের নামের তালিকা উম্পুনেই শেষ হয়েছে। কিছু দিন আগে মৌসম ভবন ১৬৯টি নামের নতুন তালিকা প্রকাশ করে। যার প্রথম তিনটি নাম নিসর্গ, গতি, নিভার। যথাক্রমে বাংলাদেশ, ভারত, ইরানের দেওয়া। বঙ্গোপসাগর বা আরব সাগরে পরবর্তী ঘূর্ণিঝড় সৃষ্টি হলেই তার নাম হবে নিসর্গ। তবে সেই ঝড় বাংলাতেই আসবে, এরকম নয়। আগামী দিন দশেকের মধ্যে তেমন কোনও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা অন্তত বঙ্গোপসাগরে নেই।
Add new comment