ধর্মপ্রদেশীয় প্রতিবন্ধী ভাইবোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা

উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রতিবন্ধী ভাইবোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা

গত ১৯ মার্চ ২০২১ খ্রীষ্টাব্দে, উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় প্রতিবন্ধী ভাইবোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়।

এই তীর্থযাত্রার মূলসুর ছিল ‘ তোমার কাজ করতে পারি যেন’।

প্রতিবন্ধী ভাইবোনদের প্রতি আমাদের দায়িত্ব ও করণীয় সর্ম্পকে কারিতাস রাজশাহী এর আঞ্চলিক পরিচালক মি: সুক্লেশ জর্জ কস্তা বলেন, ‘প্রতিবন্ধী ভাইবোনেরাও ঈশ্বরের ভালবাসার সৃষ্টি, তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হল এই ‘প্রতিবন্ধী ভাইবোনদের প্রতি ভালবাসা ও যত্নশীল হওয়ার মনোভাব গড়ে তুলতে হবে।’

ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় পল গমেজ বলেন, ‘প্রতিবন্ধী ভাইবোনেরা আমাদের পরিবারেরই একজন, হয়তো কারো সন্তান, ভাই, বোন, মা, বাবা ও আত্মীয় স্বজন। তাই তাদেরকে কোন ভাবেই অবহেলা করা ঠিক নয় । আমরা যেন কখনো প্রতিবন্ধী ভাইবোনদের প্রতি খারাপ আচরণ না কার বরং তাদের প্রতি স্নেহ-ভালবাসা দেখায় যত্ন নিই।’

মূলসুরের উপরে সহবাগিতায় ফাদার উত্তম বলেন,  ‘আমরা প্রতিবন্ধী ভাইবোনেরা কখনো ছোট মনে করবো না  বরং তাদের যত্নে ও সেবায় সবাইকে এগিয়ে যাবো। তাদের ভালবাসা ও যত্ন করলে তারা পরিবার, সমাজ, মণ্ডলী ও দেশে নিজেদের মর্যাদা লাভ করতে পারবে। আমাদের নৈতিক দায়িত্ব হল তাদের প্রতি ভালবাসা প্রকাশ করা’।

প্রতিবন্ধী বোন নিভা তার অনুভূতি প্রকাশে বলেন, ‘ আমরা প্রত্যেকজন প্রতিবন্ধী ভাইবোন সৃষ্টিকর্তার ভালবাসার সন্তান। বিশ্বসৃষ্টিকর্তা বিভিন্ন উপকারী বন্ধুদের দ্বারা আমাদের যত্ন ও সাহায্য করেন। আমরা ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ’।  এছাড়া তাদের জন্য বিশেষ খ্রীষ্টযাগ, ক্রুশের পথের ব্যবস্থা করা হয়। এই তীর্থযাত্রায় প্রায় ১২০ জন প্রতিবন্ধী ভাইবোন অংশগ্রহণ করেন।-ফাদার সুরেশ পিউরী

Add new comment

1 + 0 =