Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
দুর্গা পুজোয় আগের বছরের মত এবছরও বহাল থাকবে কোভিড বিধি নিষেধ
করোনা এখনও পুরোপুরি নির্মূল হয়নি। তাই এবার আগে থেকে সাবধান হতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতবছর পুজোর সব আয়োজন করেও আদালতের নির্দেশে সংক্রমণ এড়াতে শেষ মুহূর্তে পুজো ছাড়া সমস্ত অনুষ্ঠানই বাতিল করতে হয়েছিল। সেই কথা মাথায় রেখে এ বছর ঝুঁকি নিতে নারাজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কোভিড পরিস্থিতিতে সবরকমের সতর্কতা অবলম্বন করে শুধুমাত্র নিয়মরক্ষার পুজো করতে হবে বলে জানিয়ে দিল রাজ্য সরকার।
রাজ্যে এবারও কোভিড পরিস্থিতিতে হচ্ছে না দুর্গাপুজোর কার্নিভাল। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশ মত নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সব পুজো কমিটির উদ্যোক্তাদের। পাশাপাশি পুজো ঘিরে ১১ দফার নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, গতবারের মত এবারও মণ্ডপের বাইরে কোনও রকম জলসা বা জমায়েত করা যাবে না। মণ্ডপ এমনভাবে তৈরি করতে হবে যাতে তিনদিক খোলা থাকে। মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেটের ব্যবস্থা করতে হবে এবং থাকছে বেশ কিছু বিধি নিষেধ পুজোর উদ্যোক্তাদের জন্যেও। তবে অঞ্জলি, দেবীবরণ ও সিঁদুর খেলায় ছাড় দেওয়া হয়েছে। প্রতিবেদন – অতনু দাস।
Website: https://bengali.rvasia.org
YouTube: http://youtube.com/veritasbangla
Add new comment